11-11-2022, 02:07 PM
(11-11-2022, 01:15 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: অভাগা কাঁদিয়া ফিরিতেছে। সবাই নব নব পর্ব্বের বিশ্লেষণ করিতেছে আর আমি পুরাতন পর্ব্ব লহিয়া হাত পা ছড়াইয়া স্তব্ধ হইয়া বসিয়া আছি আর ভাবিতেছি এমন লেখা কেহ লিখিতে পারে! উপন্যাসের পর্ব্ব নহে ইহা যেন আবহমানের গান গাহিতেছে, স্বয়ং মহাকাল যেন অশ্রুতপূর্ব্ব কোন কাহিনী রচনা করিয়া যাইতেছেন! আমি জানি নাই, ক্ষুদ্র অবসরে পঠিত এই লেখাটীর পূর্ব্ব পর্ব্বসমূহ শেষ করিয়া কবে বর্ত্তমানে আসিব কিন্তু, আসিব নিশ্চয়। আক্ষেপ ইহাই যে সম্ভবতঃ ততদিনে ইহা শেষ হইয়া যাইবে!
এই উপন্যাস শেষ হতে এখনো বহুদিন বাকি .. আপনি শুরুর পর্বগুলি থেকে ততদিনে বর্তমান পর্বে আশা করি চলে আসতে পারবেন।
(11-11-2022, 01:22 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: পাঠ করিবার সময় জানিলাম আপনি সেই সময় গুরুতর অসুস্থ ছিলেন। আশা করি, জগদীশ্বরের কৃপায় এখন আর কোন সমস্যা নাই। শরীরের খেয়াল রাখিবেন মহাশয়, কায়া সুস্থ থাকিলে মসীও ঘষিতে থাকিবে।
আমার যা অসুখ তাতে সমস্যা চিরকাল থাকবে (যতদিন আছি আর কি)। মাঝে মাঝে মেঘ ও রৌদ্রের লুকোচুরি খেলা হবে মাত্র। আপনিও ভালো থাকবেন