11-11-2022, 02:02 PM
(11-11-2022, 10:47 AM)Somnaath Wrote: প্রথমে হিয়ার বিরহে গোগোলের মনের ব্যাকুলতা, পরে ভবিষ্যতের সংকল্প আর তার মাধ্যমে অসাধারণ কয়েকটা লাইন উপহার পেলাম আমরা। তার সঙ্গে আবার এক নতুন নারী চরিত্রের আগমন ঘটলো এবং সেটা বাকিগুলোর থেকে কোনো অংশে কম নয়, এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায় দ্যাখ। আর শেষের চমক অর্থাৎ প্রদীপের মৃত্যু এবং এমএলএ বাবুর রিঅ্যাকশন এই পর্বের সেরা টুইস্ট। সব মিলিয়ে এই পর্ব ফাটাফাটি।
অসংখ্য ধন্যবাদ এই ভাবেই সঙ্গে থাকো এবং পড়তে থাকো