11-11-2022, 01:15 PM
অভাগা কাঁদিয়া ফিরিতেছে। সবাই নব নব পর্ব্বের বিশ্লেষণ করিতেছে আর আমি পুরাতন পর্ব্ব লহিয়া হাত পা ছড়াইয়া স্তব্ধ হইয়া বসিয়া আছি আর ভাবিতেছি এমন লেখা কেহ লিখিতে পারে! উপন্যাসের পর্ব্ব নহে ইহা যেন আবহমানের গান গাহিতেছে, স্বয়ং মহাকাল যেন অশ্রুতপূর্ব্ব কোন কাহিনী রচনা করিয়া যাইতেছেন! আমি জানি নাই, ক্ষুদ্র অবসরে পঠিত এই লেখাটীর পূর্ব্ব পর্ব্বসমূহ শেষ করিয়া কবে বর্ত্তমানে আসিব কিন্তু, আসিব নিশ্চয়। আক্ষেপ ইহাই যে সম্ভবতঃ ততদিনে ইহা শেষ হইয়া যাইবে!