11-11-2022, 12:19 PM
(04-11-2022, 09:06 AM)Dushtuchele567 Wrote: Durdanto update dada
যাঁহার তিথির ভেদাভেদ নাই তিনিই অতিথি। আর যিনি সেই অসাধারণ সৃষ্টির নিৰ্ম্মাণ করিয়া থাকেন তিনি তো নমস্য। মাধুরীকে বাস্তবিক মাধুরী মিশায়েই রচনা করা হইয়াছে। শুভর বিজয় হইবে ইহাই স্বাভাবিক। লেখনীগুণের বারি বৃষ্টিতে সকলই নির্ম্মল হইতেছে, আর কাব্যখানিতো বড়ই সুন্দর। এই অধম আপনার সাহিত্য যত পড়িতেছে ততই নিজেকে ভাগ্যবান ভাবিতেছে।
পরবর্ত্তীর অপেক্ষায় রহিলাম।