11-11-2022, 11:00 AM
(10-11-2022, 12:06 AM)raikamol Wrote: একি অপরূপ লেখনী হে বরেণ্য লেখক! তুচ্ছ ধন্যবাদ জ্ঞাপন করিয়া আপনার অমর্যাদা করিবার দুঃসাহসিনী আমি নই। কেবল করজোড়ে সামান্য ইহাই যাচঞা করিব যে এইরূপ লেখা অনন্ত কালাবধি চালাইয়া যাইয়া বাধিতা করিবেন ।
রাইকমলিনী আপনি। আপনার পাতে আমার লেখাখানি পড়িয়াছে এবং আপনি উহার পাঠে প্রফুল্ল হইয়াছেন ইহাই এই অধমের পরমপ্রাপ্তি। দর্শন দিয়া যাইবেন সময়ে সময়ে ইহাই এই দরিদ্রের বাসনা রহিল আপনার সমীপে।