11-11-2022, 09:19 AM
(11-11-2022, 12:02 AM)nextpage Wrote: শুরুতেই যে ছন্দের খেলা খেললে তাতেই তো মাত হয়ে গিয়েছিলাম আর পরে যে খেলা চলছিলো তাতে গা বেশ গরম হয়ে গেছে।
গোগোলের জীবনাদর্শনে প্রথম ভাগের লেখা গুলোতে আলাদা রকমের মাদকতা আছে সেখানের ভগ্ন মনের সাথে দুঃখময় জীবনের যে সারাংশ দেখিয়েছো সেটায় তোমার মুন্সিয়ানা লা জবাব। জানি না ওর ভাগ্যে কি আছে তবে মনে মনে একটা দৃশ্য আঁকা আছে সেটার সাথে মিলিয়ে দেখার সাধ আছে৷ একটা লাইনে সুজাতার সংগ্রাম টাও কিন্তু দারুন ফুটিয়েছো।
অনাদির প্রতিমার খাই খাই ভাবটা ওতোই আকর্ষক যে মানিক সামন্ত কে চুম্বুকের মত টেনে নিয়ে এসেছে তবে সাথে কপালে কত দুঃখও টেনে নিয়ে এসেছে সেটাও সময় বলে দিবে।
হারাধনের আরও এক মায়ের ভোগে চলে গেল... কপালে চিন্তার ভাজ শত্রু শিবিরে। দেবীর মাতু রূপের বিসর্জন হবে ঠিকই সামনেই কিন্তু দেবীর শক্তি রূপের আরাধনার সময়ও আসছে। অসুর নিধন হবেই...
অসাধারণ বললে ভাই, এই মন্তব্যের পর আর কিছু বলার থাকতে পারে না। সঙ্গে থাকো এবং অবশ্যই পড়তে থাকো।
গত পৃষ্ঠায় নতুন পর্ব চলে এসেছে, যাদের পড়া হয়নি অবশ্যই পড়ে নেবেন।