10-11-2022, 10:44 PM
(10-11-2022, 10:30 PM)Baban Wrote: আর আসবে....... বলেছিলাম অন্তত পাঠক হয়েও ফিরে আসুক। আমিও তো এখন লিখছিনা। কিন্তু একেবারে ছেড়ে যাবো ভাবতেও পারিনা। উনি ঘুমের সন্ধানে দুজনকে মাঝ পথে নামিয়ে সেই যে গেলেন আর এখনো.....
পিনুরামের একটা গল্পের সাথে আমার জীবনের অনেক ঘনিষ্ট সম্পর্ক , এখন সব যদিও ভুলে যেতে চাই এবং গেছিও ।
ওর গল্প গত প্রায় ১৫ বছর ধরে পড়ে এসেছি , কখনো ভাবিনি যে ওই মালটার সঙ্গে এতো ব্যাক্তিগতভাবে কখনো আলাপ হবে , দেখা হবে ইত্যাদি ইত্যাদি
লোকটা ভালো তবে খুব খামখেয়ালি আর উড়োনচণ্ডে ,
গালাগালি তো করি কিন্তু হা হা করে হাসতে থাকে , তোমরাই বোলো কি করবো আমি