09-11-2022, 11:57 PM
(04-11-2022, 01:01 PM)Henry Wrote: কাবেরীকে অন্যমনস্ক দেখালো। অরুণাভ চক্রবর্তীর সাবলম্বীতায় আঘাতটা টের পেল কাবেরী। যে কাবেরীকে ছাড়া সংসারের একটা কাজ হয় না, সেই কাবেরীই না সকলের অলক্ষ্যে সংসারে ছিল এতদিন তার স্বামীটিও টের পায়নি। আজ অরুণাভর জীবনে তাৎক্ষণিক এই স্ত্রীর অনুপস্থিতি, বেশ লাগছে কাবেরীর।
+++++++
কর্পোরেট জগতেও এ আকছার দেখেছি। যে এইচ আর ম্যানেজারটা ছাড়া কোনো কাজই এগোয় না, সেও আবশ্যিক নয়।