08-11-2022, 08:16 PM
(08-11-2022, 07:47 PM)Baban Wrote: বর্তমান সময়ের মানুষ দুটোর মধ্যেকার মুহূর্ত গুলো ও তাদের অনুভূতি গুলো পড়লে যেন এক অদ্ভুত ভালোলাগার জগতে হারিয়ে যাই ক্ষনিকের জন্য হলেও। তারা একে ওপরের হয়েও নয়, না হয়েও তাই। এযে কি ভয়ানক টানাপোড়েন এর আন্তরিক চঞ্চল রূপ তা কেউ নিজেও বোঝেনা, বুঝতে চায়না। শুধুই কিছু ভালোলাগা মুহুর্ত লাভের নিষ্পাপ লোভ পেয়ে বসেছে তাদের। নেই তাতে উগ্র শরীরী আকর্ষণ, নেই ঠকানোর অশ্লীল আনন্দ। আছে বন্ধুত্ব আর আবেগ।
আর অতীতের ছেলেটার তো এখন আকাশে ভাষার সময়। তাই সে পাখিদের সহিত ভাসছে। অবশ্য এই পর্বের শেষ অংশে এসে ব্যাটা হিরো বাবুর বোধ হয় শুকিয়া গিয়েছে....... মানে মুখের পানি। ♥️♥️♥️♥️
তোমাদের মন্তব্য গুলো পড়লে অন্যরকম একটা শান্তি পাই নিজেকে বুঝাতে পারি কেউ হয়তো আছে যে আমার মনের কথা গুলো বুঝে।
কিঞ্জল এর ভাগ্যে কি আছে সেটা কে জানে
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।