08-11-2022, 01:11 PM
(This post was last modified: 08-11-2022, 01:11 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
একদিন পড়ে ফিরছি এমন সময় একজন ভদ্রমহিলা আমাকে দেখে এগিয়ে এসে বললেন এই তোমার নাম বিনয় না।
আমি বললাম হাঁ কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
আমি সৌমিত্রের মা রে, মনে নেই তোদের কলেজের ফাংশনের দিন দেখা হয়েছিল, এটা আমাদের বাড়ি। তুই কোথায় যাচ্ছিস।
আমি তো ওই ভবানী স্যারের কাছে ফিজিক্স পড়তে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি।
ভদ্রমহিলা বললেন ও পড়া হয়ে গেছে, তাহলে তো তোর হাতে কিছুক্ষণ কথা বলবার মতন সময় আছে, আয় আমাদের বাড়ীতে এসে একটু বস। একটু বাদেই সৌমিত্র এসে যাবে, এই বলে আমার হাতটা উনি চেপে ধরে প্রায় টানতে টানতেই বাড়ীর মধ্যে নিয়ে গেলেন।
আমি সোফায় বসতেই উনি আমাকে এক বাটি সিমুইয়ের পায়েস খেতে দিলেন।
সিমুইয়ের পায়েস আমার খুব প্রিয়, আমি আনন্দ করে খেতে লাগলাম আর তখনই উনি বললেন তুই তো আমাদের বাড়ীর সামনে দিয়েই পড়তে যাস, ফেরার পথে একটু সৌমিত্রকে অঙ্কটা দেখিয়ে দিয়ে যা না।
আমি কিছুতেই রাজী হবো না আর উনিও ছাড়বেন না। তারপর মনে মনে ভাবলাম বাবা আমার হাতে যা পয়সা দেয় সে তো বাস ভাড়া দিতে দিতেই শেষ হয়ে যায়, এটা তো আর কলেজ নয় যে তিনজনে মিলে একটা আইসক্রিম কিনে চুষে খাবো। এটা কলেজ, শুধু কলেজই নয়, আবার কো এড কলেজ, হাতে দুটো টাকা পয়সা না থাকলে বন্ধুদের কাছে সম্মানটাই থাকে না। এখানে পড়ালে আমাদের বাড়িতেও কেউ টের পাবে না। আর মাসে ১০০ টাকা কম কিসের। এই সব ভেবে সপ্তাহে তিন দিন এক ঘণ্টার জন্য পড়াতে রাজী হলাম। একটু বাদেই সৌমিত্র এলো। সেদিন অল্প কিছুক্ষণ পড়িয়ে ফিরে এলাম।
পরের সপ্তাহে আমি নিজের পড়ার পর সৌমিত্রের বাড়ি গেলাম। সেদিনও সৌমিত্র একটু বাদে এসে বাড়ীতে ঢুকল। আর সৌমিত্র আসবার আগের সময়টা মাসীমার হাতে বানানো গরম গরম তেলেভাজা, মুড়ি খেয়ে আর মাসীমার সাথে গল্প করে কাটালাম।
আগের দুই দিন মাসীমার মুখের দিকে সেইভাবে তাকিয়ে দেখিনি। আজ দেখলাম মাসীমা খুব একটা সুন্দরী না হলেও শরীরে কেমন যেন একটা চটক আছে, দেখে মনে হল আমার মায়ের থেকে মাসীমা বয়সে অনেকটাই ছোট, চোখগুলো বেশ বড় বড়, সেই চোখ ঘুরিয়ে ফিরিয়ে উনি যখন কথা বলেন আমার মনের ভেতরটা কেমন যেন আকুলি পাথালি করে ওঠে।
প্রতি দিনই আমি যখন ওদের বাড়ি যাই তখন সৌমিত্র ইংরাজি পড়তে যায়। তবে একটু বাদেই ফিরে আসে। আর সেই সময় মাসীমার হাতের খাবার খেয়ে আর ওনার সাথে গল্প করে সময়টা বেশ ভালই কেটে যায়।
বাড়ীতে আমার মা সারাক্ষণই কেমন একটা কুঁচকানো আটপৌরে সুতির শাড়ি আর সাথে লাল একটা ব্লাউজ পরে থাকেন। কিন্তু মাসীমাকে দেখতাম এক এক দিন এক একটা বেশ ইস্ত্রি করা সুন্দর সুন্দর শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পরে সেজে গুজে থাকেন। বেশ ভাল লাগতো মাসীমাকে।
সে যাই হোক মাসীমার সবথেকে বড় গুন ছিল মাসীমার মিষ্টি ব্যবহার। কয়েকদিনের মধ্যেই আমার সাথে কথা বলে মাসীমা আমার বাড়ীর লোকজন, আমার ভালোলাগা, মন্দ লাগা, সখ, ইচ্ছা, স্বপ্ন সবকিছুই কেমন জেনে নিয়ে কেমন সুন্দর আমাকে আপন করে নিলেন। একদিন আমাকে উনি বললেন আমাকে কি তোর মাসীমাদের মতন বয়স্ক মনে হয় যে মাসীমা মাসীমা করিস।
আমি বললাম আপনি সৌমিত্রের মা, তাই আপনাকে মাসীমা বলি। এর সাথে বয়সের কি সম্পর্ক।
মাসীমা বলল না তাও মাসীমা ডাকটা শুনলে কেমন বুড়ী বুড়ী মনে হয়। আজ থেকে তুই আমাকে বউদি বলে ডাকবি। আর আপনি নয় তুমি।
আমি বললাম ঠিক আছে, তবে আমি সচেতন থাকলে ওনাকে বউদি বলতাম, আর একটু অন্যমনস্ক হলেই আমার মুখ দিয়ে মাসীমা বেড়িয়ে যেতো। আর তখনই উনি আমার দিকে চোখ বড় করে তাকিয়ে একটা মুচকি হাঁসি দিতেন। আর সাথে সাথে আমি সচেতন হয়ে যেতাম।
আমি বললাম হাঁ কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
আমি সৌমিত্রের মা রে, মনে নেই তোদের কলেজের ফাংশনের দিন দেখা হয়েছিল, এটা আমাদের বাড়ি। তুই কোথায় যাচ্ছিস।
আমি তো ওই ভবানী স্যারের কাছে ফিজিক্স পড়তে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি।
ভদ্রমহিলা বললেন ও পড়া হয়ে গেছে, তাহলে তো তোর হাতে কিছুক্ষণ কথা বলবার মতন সময় আছে, আয় আমাদের বাড়ীতে এসে একটু বস। একটু বাদেই সৌমিত্র এসে যাবে, এই বলে আমার হাতটা উনি চেপে ধরে প্রায় টানতে টানতেই বাড়ীর মধ্যে নিয়ে গেলেন।
আমি সোফায় বসতেই উনি আমাকে এক বাটি সিমুইয়ের পায়েস খেতে দিলেন।
সিমুইয়ের পায়েস আমার খুব প্রিয়, আমি আনন্দ করে খেতে লাগলাম আর তখনই উনি বললেন তুই তো আমাদের বাড়ীর সামনে দিয়েই পড়তে যাস, ফেরার পথে একটু সৌমিত্রকে অঙ্কটা দেখিয়ে দিয়ে যা না।
আমি কিছুতেই রাজী হবো না আর উনিও ছাড়বেন না। তারপর মনে মনে ভাবলাম বাবা আমার হাতে যা পয়সা দেয় সে তো বাস ভাড়া দিতে দিতেই শেষ হয়ে যায়, এটা তো আর কলেজ নয় যে তিনজনে মিলে একটা আইসক্রিম কিনে চুষে খাবো। এটা কলেজ, শুধু কলেজই নয়, আবার কো এড কলেজ, হাতে দুটো টাকা পয়সা না থাকলে বন্ধুদের কাছে সম্মানটাই থাকে না। এখানে পড়ালে আমাদের বাড়িতেও কেউ টের পাবে না। আর মাসে ১০০ টাকা কম কিসের। এই সব ভেবে সপ্তাহে তিন দিন এক ঘণ্টার জন্য পড়াতে রাজী হলাম। একটু বাদেই সৌমিত্র এলো। সেদিন অল্প কিছুক্ষণ পড়িয়ে ফিরে এলাম।
পরের সপ্তাহে আমি নিজের পড়ার পর সৌমিত্রের বাড়ি গেলাম। সেদিনও সৌমিত্র একটু বাদে এসে বাড়ীতে ঢুকল। আর সৌমিত্র আসবার আগের সময়টা মাসীমার হাতে বানানো গরম গরম তেলেভাজা, মুড়ি খেয়ে আর মাসীমার সাথে গল্প করে কাটালাম।
আগের দুই দিন মাসীমার মুখের দিকে সেইভাবে তাকিয়ে দেখিনি। আজ দেখলাম মাসীমা খুব একটা সুন্দরী না হলেও শরীরে কেমন যেন একটা চটক আছে, দেখে মনে হল আমার মায়ের থেকে মাসীমা বয়সে অনেকটাই ছোট, চোখগুলো বেশ বড় বড়, সেই চোখ ঘুরিয়ে ফিরিয়ে উনি যখন কথা বলেন আমার মনের ভেতরটা কেমন যেন আকুলি পাথালি করে ওঠে।
প্রতি দিনই আমি যখন ওদের বাড়ি যাই তখন সৌমিত্র ইংরাজি পড়তে যায়। তবে একটু বাদেই ফিরে আসে। আর সেই সময় মাসীমার হাতের খাবার খেয়ে আর ওনার সাথে গল্প করে সময়টা বেশ ভালই কেটে যায়।
বাড়ীতে আমার মা সারাক্ষণই কেমন একটা কুঁচকানো আটপৌরে সুতির শাড়ি আর সাথে লাল একটা ব্লাউজ পরে থাকেন। কিন্তু মাসীমাকে দেখতাম এক এক দিন এক একটা বেশ ইস্ত্রি করা সুন্দর সুন্দর শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পরে সেজে গুজে থাকেন। বেশ ভাল লাগতো মাসীমাকে।
সে যাই হোক মাসীমার সবথেকে বড় গুন ছিল মাসীমার মিষ্টি ব্যবহার। কয়েকদিনের মধ্যেই আমার সাথে কথা বলে মাসীমা আমার বাড়ীর লোকজন, আমার ভালোলাগা, মন্দ লাগা, সখ, ইচ্ছা, স্বপ্ন সবকিছুই কেমন জেনে নিয়ে কেমন সুন্দর আমাকে আপন করে নিলেন। একদিন আমাকে উনি বললেন আমাকে কি তোর মাসীমাদের মতন বয়স্ক মনে হয় যে মাসীমা মাসীমা করিস।
আমি বললাম আপনি সৌমিত্রের মা, তাই আপনাকে মাসীমা বলি। এর সাথে বয়সের কি সম্পর্ক।
মাসীমা বলল না তাও মাসীমা ডাকটা শুনলে কেমন বুড়ী বুড়ী মনে হয়। আজ থেকে তুই আমাকে বউদি বলে ডাকবি। আর আপনি নয় তুমি।
আমি বললাম ঠিক আছে, তবে আমি সচেতন থাকলে ওনাকে বউদি বলতাম, আর একটু অন্যমনস্ক হলেই আমার মুখ দিয়ে মাসীমা বেড়িয়ে যেতো। আর তখনই উনি আমার দিকে চোখ বড় করে তাকিয়ে একটা মুচকি হাঁসি দিতেন। আর সাথে সাথে আমি সচেতন হয়ে যেতাম।