07-11-2022, 08:56 PM
(07-11-2022, 08:36 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আজ্ঞে না, আপনার ভুল হয় নাই, যথার্থ কহিয়াছেন, কিন্তু আমি হিসাব করিয়া দেখিলাম সোমবার দিবসে অলাবু কাটিলে দোষ আছে, বটিবাবুর ধার কমিয়া যাইতে পারে, অগত্যা লাউয়ের আমদানি বা লাউদানি করিতে হইল।
আমার বাংলা সাধু ভাষায় অত দখল না হলেও পড়তে পারি বিলক্ষণ। এ ভাষায় যে এমন নির্মল কৌতুক করা যায় ধারণ ছিল না।