07-11-2022, 08:36 PM
(07-11-2022, 08:15 PM)Tilottama Wrote: আপনার চারুভাষে বিশেষ আনন্দ অনুভব করিলাম। হাসি ক্রমশঃ অট্টহাসে পরিণত হইল অচিরেই। এমদাবস্থায় আপনাকে সম্বোধন করিয়া না লিখিয়া থাকিতে পারিলাম না হে লেখক মহোদয়।
অপর এক কথাঃ লাউ না বলিয়া অলাবু বলিলে বোধকরি যাথার্থ্য অধিক হইত - বালখিল্যতার অপরাধের জন্য মার্জনা ভিক্ষা করি।
আজ্ঞে না, আপনার ভুল হয় নাই, যথার্থ কহিয়াছেন, কিন্তু আমি হিসাব করিয়া দেখিলাম সোমবার দিবসে অলাবু কাটিলে দোষ আছে, বটিবাবুর ধার কমিয়া যাইতে পারে, অগত্যা লাউয়ের আমদানি বা লাউদানি করিতে হইল।