07-11-2022, 07:57 PM
(07-11-2022, 06:40 PM)Baban Wrote:হে পাঠক মিত্র.... তব লেখনী গুনে আপ্লুত হইয়া এই পাঠক তব উদ্দেশে এই সামান্য পরিচয় পত্র থুড়ি চিত্র যাহারে ইংরেজি ভাষায় DP নামে পরিচিত তাহাই অঙ্কন করিয়া উপহার দিলুম। আশা করি পছন্দ হইবে। ভালো লাগিলে ব্যবহার করিতে পারো।
মহাবীর্য্য নবসাজে আসিয়া কহিল বাবানেরে,
বল দেখি এইবার, কেমন লাগিছে আমারে?
তোমার এই পুরস্কার নতমস্তকে স্বীকার করিলাম মিত্র।