07-11-2022, 04:33 PM
(07-11-2022, 02:51 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: বুম্বা যে লেখক হিসাবে অনন্যসাধারণ তাহা জগতে ইতিমধ্যে প্রতিষ্ঠিত। আমি তাঁহার পদ্য প্রতিভার কথা কহিতেছি, একমাত্র উনিই আছেন আমার জানা মতে, যিনি তোমার কাব্য প্রতিভার সহিত একাসনে বসিবার যোগ্য। আমার রাজনন্দিনী কাহিনীতে দুই-চারি লাইনেই যা মাধুর্য্য বুম্বা দেখাইয়াছেন, উহাই বলিয়া দেয় জগদীশ উনাকে শত গুণে গুণী করিয়া পাঠাইয়াছেন। আমরা তো কেবল সেই গুণের প্রসাদ খাইব আর আহ্লাদ করিব।
আর যদি টক্করের কথাই কহ, মন্দ কী। রাজায় রাজায় যুদ্ধ হইলে উলুখাগড়ার প্রাণ যায় সত্য কিন্তু, কবিযুদ্ধে কেবল সাহিত্য গর্ভে রত্ন সঞ্চিত হইতে থাকে। মজার বিষয় কী জান, সাহিত্য সৃষ্টির এই লড়াইতে কাহারো পরাজয় নাই, উভয়েরই জয়।
আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে
তবে আমরা দু'জন অর্থাৎ আমার এবং বাবানের মধ্যে এর পূর্বে আমার পুরনো থ্রেডগুলিতে ছন্দ মিলিয়ে কথোপকথন হয়েছে অনেকবার। যেটা অনেকে লড়াই হিসেবে ধরে নিয়েও উপভোগ করেছে।