07-11-2022, 12:54 PM
(05-11-2022, 07:07 PM)sairaali111 Wrote:শিশির নয় । - শিরশির । নামের ভিতরেই প্রভূত ব্যঞ্জনা । আলাদা করলে ''শির'' - মাথা , ''মুন্ডি'' - কোনোটি 'চুলেল' কোনোটি আবার ''তেলেল'' - চকচকে জাত-ইন্দ্রলুপ্ত সেখানে । .... জুড়ে দিলেই .... শিরশির । এ অনুভূতি কি আর বোঝে সবাই ? - লিখছেন ''Pagol kore den majhe majhe...'' - হায় রে - চিরদিইইন কেন নয় ? - সালাম জী ।
যথার্থ বলিয়াছেন সায়রাদেবী মাঝেমধ্যে কেন, চিরদিন কেন নহে! অবশ্য এ যাবৎ আপনি বিরচিত যে কতিপয় পাঠ পড়িবার সৌভাগ্য হইয়াছে, প্রতিটিই পাগল ছাড়িয়া উন্মাদ বানাইয়া দিয়াছে বারম্বার দিয়াছে। তাই আমি অন্ততঃ প্রায়শঃই কথাটি কহিব না।
প্রণাম সায়রা দেবী। লিখিতে থাকুন। আমরা পড়িয়া উন্মাদ হইতে থাকি।