07-11-2022, 12:48 PM
(05-11-2022, 04:16 PM)sairaali111 Wrote:দেশে দেশে বড় আপশোসের সহিত উতলা বাউল জানাইয়া থাকেন - ''আমি তাইতো পাগল হলাম না - মনের মতো পাগল পেলাম না ।'' - আবার , সেই প্রাচীন আপ্তবাক্যটিও কখনো কখনো কলিজায় সূঁচ ফুটাইতে থাকে - ''অরসিকেষু রসস্য নিবেদনম...'' অথবা ওই ধরণেরই কী যেন ... - ''কুমারী'' সায়রা আলিরও এবম্বিধ দুশ্চিন্তা আপশোস ইত্যাদি ছিল । হ্যাঁ , ছিল । অতীত কাল । ভূত পূর্ব । এখন আর নাই । - কারণ ? সিম্পিল । ''মনের মতো পাগল'' এবং একই অঙ্গে ''রসিকজনা'' প্রাপ্তি । - নামোল্লেখের কোন প্রয়োজন দেখিতেছি না - কেননা , আরেকটি আপ্তবাক্যই তো রহস্য ফাঁস করিয়াছে - ''সমঝদারোঁ কে লিয়ে ইশারা হি.....'' । - সালাম জী ।
আপনি যে শ্লোকটি কহিলেন উহা সম্ভবতঃ রবীন্দ্র সম্বন্ধিত বররুচি শ্লোক। ভুল হইতে পারে, হইলে শুধরাইয়া দিবেন দীর্ঘদিন ঐ জগৎ হইতে দূরে আছি তাই স্মরণশক্তির বিভ্রাট হওয়া স্বাভাবিক। যাহা হউক, এই শ্লোকটি স্মরণে আছে একটি বিশেষ ঘটনার কারণে।
আমরা তখন সাম্মানিকের ছাত্র। রাষ্ট্রবিজ্ঞানের পাশ্চাত্ত্য দর্শন লহিয়া ফাঁসিয়া আছি। এমন সময়ে আমাদের অধ্যক্ষ জানাইলেন বাধ্যতামূলকভাবে সাম্মানিক-সাধারণ ছাত্রকূল নির্বিশেষে বাঙ্গালা ভাষা সাহিত্যের পাঠ পড়িতে হইবে। প্রথম বর্ষের পরীক্ষায় উহার উপর ৫০ অঙ্ক (নম্বর) ধার্য্য করা হইয়াছে। উহাতে ব্যর্থ হইলে সমগ্র পার্ট ওয়ান বা প্রথম বর্ষে ব্যর্থ। আমাদিগের মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িল।
পরদিবসে গুটিগুটি পায়ে বাঙ্গালা ভাষা সাহিত্য পাঠের কক্ষে গিয়াছি। রথীন্দ্র স্যান্যাল আমাদিগের দায়িত্ত্ব লহিয়াছিলেন।
কক্ষে আসিয়াই সুধীরকে জিজ্ঞাসা করিলেন, 'কহ দেখি, "অরসিকেষু রসস্য নিবেদনম্। শিরসি মা লিখ মা লিখ মা লিখ॥" ইহার তাৎপর্য্য কী?' সুধীর বিন্দুমাত্র না ভাবিয়া তৎক্ষণাৎ অম্লানবদনে কহিল, "অরসি কেশমধ্যে চিনির রস ঢালিয়া দিয়াছে, মা তুমি উহা লিখিয়া লও।"
ইহাই বোধহয় প্রথম ও শেষবার ছিল সুধীরকে কোন প্রশ্ন করা হইয়াছিল। আর সেই দুঃসাহস স্যান্যাল সাহেব দেখান নাই।