07-11-2022, 12:03 PM
(05-11-2022, 12:51 PM)Baban Wrote: আমি স্তব্ধ, বাকরুদ্ধ এই কাহিনী পড়ে। অনেক কিছু বলতে গিয়েও দেখছি কিছুই বলার নেই। যা বলার তা বোধহয় এই কাহিনী স্বয়ং নিজেই বলে দিয়েছে। ঠিক ভুলের থেকেও অধিক গুরুত্বপূর্ণ বোধহয় পরিস্থিতি। যা মানবকে মানব থেকে ঈশ্বর শয়তান দুই বানিয়ে দিতে পারে। আর যে ঠিক, কে ভুল তা আর নির্ধারণ করা সম্ভব হয়না। যা থেকে যায় তা হলো শুধুই ইতিহাস।
। অসাধারণ। অসাধারণ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
হারিয়ে গেছে সে আবারো, হারিয়ে গেছি আমিও। দূর দিগন্তে আজও সোনা যায় সেই ডাক। ওগো মোর প্রেমী কোথায় তুমি? তুমি যেখানেই থাকো....... ভালো থেকো। আমিও ভালো আছি.... আমিও ভালো আছি
সহস্র ধন্যবাদ। এই কাহিনী লিখিবার কালে আমার নিজ চিত্তও যথেষ্ট চঞ্চল হইয়াছিল। পাঠকের সন্তুষ্টিই লেখকের আহ্লাদতার কারণ হইয়া থাকে কারণ সৃষ্টি তখনই মহান যখন তাহা স্বীকৃতি পায়।