06-11-2022, 09:28 PM
কথা আমার খুব কাছাকাছি চলে এসেছে, ওর লিপস্টিকের রঙে রঙিন হয়ে উঠা ওষ্ঠদ্বয় যেন আমাকেই ডাকছে তার দিকে৷ ওর ছোট হয়ে আসা চোখ গুলো আমাকে মন্ত্রের মত কথা দিকে টানছে৷ আমি আর নিজেকে স্থির করে রাখতে পারছিলাম না, চঞ্চল মন এগিয়ে যেতে চাইছে কথার দিকে। সময়ের অপেক্ষার অবসানে মিলিয়ে দিতে চাইছে দুটো হরাহর আত্মাকে৷ আমি যেন আর নিজের মাঝে নেই সবকিছু ভুলে গিয়েছি ভুলে যেতে চাইছি আশেপাশের সবকিছু কে আর নিজেদের নিয়ে যেতে চাই সবকিছুর উর্ধ্বে৷ আমি এগিয়ে গেলাম আরেকটু কথার দিকে এতোক্ষণ নিষ্প্রভ হয়ে থাকা ঠোঁট গুলো চঞ্চল হয়ে উঠার অপেক্ষায়৷ কথা ওর চোখ বন্ধ করে নিলো, ওর নিঃশ্বাস এলোমেলো হয়ে আছড়ে পড়তে লাগলো আমার চিবুকে। আমার নিষ্প্রাণ ঠোঁট জোড়া আলতো করে ছোঁয়ে গেল কথার সিঁদুরে রাঙা কপাল৷
তৈরী নতুন আপডেটের সবকিছু এবার পরিবেশনের পালা। আগামীকাল রাতেই আসছে গল্পের নতুন পর্ব। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন...