06-11-2022, 05:29 PM
(06-11-2022, 03:58 PM)Sanjay Sen Wrote: কিছু দুর্বলতা অবশ্যই আছে এই আপডেটে, কিন্তু তার সবকিছু ছাপিয়ে গিয়েছে তোমার লেখনীর অসাধারণ জাদুতে। এত সুন্দর করেও মানুষের মনের ভাব প্রকাশ করা যায় এটা তোমার লেখা না পড়লে বোধগম্য হতো না। আলাদা করে বিশ্লেষণ করার প্রয়োজন নেই কারণ প্রত্যেকে যা বলার বলে দিয়েছে। শুধু একটাই অনুরোধ থাকবে গোগোল যেন সন্দীপের কাছে কিছুতেই না হেরে যায়, আর যার কাছেই হারুক না কেন। এই ভাবেই চলতে থাকুক আরো দীর্ঘায়িত হোক তোমার উপন্যাস![]()
হেরে যাওয়া দু'রকমের হয় - একটা লোক চক্ষুর সামনে আপাতদৃষ্টিতে হারা আর একটা জনসমক্ষে আপাতদৃষ্টিতে জিতে গিয়েও অন্তরাত্মার কাছে হেরে যাওয়া। আমি জানিনা তুমি কোন হেরে যাওয়াটার কথা বলছো! তবে আমার এই উপন্যাসে এখনো পর্যন্ত অতিরঞ্জিত করে কিচ্ছু দেখানো হয়নি, ভবিষ্যতেও হবে না। সঙ্গে থাকো এবং পড়তে থাকো
