06-11-2022, 11:40 AM
(06-11-2022, 10:53 AM)Somnaath Wrote: এই উপন্যাসের সেরা পর্বগুলোর মধ্যে এটা অবশ্যই থাকবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এত সুন্দর রূপকের ব্যবহার এখানে আর কেউ করতে পারে না তোমার মতো। তোমার লেখনীর শব্দের মূর্ছনায় মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলাম। তবে লালু আলমের মুখে মৌমিতার হত্যা পর্ব শুনে, ব্যাপারটা একটু ক্লিশে লাগলো আমার কাছে। চরিত্রটাকে আর উপন্যাসের মধ্যে রাখতে চাও না বলে যেন জোর করে তাকে সরিয়ে দেওয়া হলো। যতই নরপিশাচ হোক, একজন নারীকে ওইরকম নিশংসভাবে হত্যা না করে তাকে ব্রেনওয়াশ করতে পারতো বা তাকে জোর করতে পারতো তাদের নোংরামি চরিতার্থ করার জন্য। কারণ এই সমস্ত কাজে তো তারা সিদ্ধহস্ত। তবে এরপর অনির্বাণ আর সন্দীপের ডুয়েল এই উপন্যাসের ইউএসপি হতে চলেছে - সেটা বেশ বুঝতে পারছি। সব মিলিয়ে দুর্দান্ত একটি পর্ব পেলাম।
অসংখ্য ধন্যবাদ এরূপ মন্তব্যের জন্য তবে তুমি যেটাকে এই পর্বের দুর্বল দিক হিসেবে তুলে ধরলে অর্থাৎ মৌমিতার মৃত্যুর কারণ .. সেটা পুরোপুরি সঠিক নাও হতে পারে। আবার কিছুটা সঠিক হলেও হয়তো এই ঘটনার মাধ্যমে নতুন কোনো অধ্যায় প্রবেশ করতে পারি আমরা .. দেখা যাক কি হয়