06-11-2022, 10:40 AM
পঁচিশ বছর আগের শোক আজ হয়েছে শান্তি। বহু পূর্বের একটি প্রায় বিরল প্রথা যা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল তাই নিয়ে একটি চমতকার গল্প রচনা করেছেন। এখানেই লেখেকের কৃতিত্ব। আনন্দের কথা সমাজ সেখান থেকে এগিয়ে গেছে। মানব সমাজ এমন অনেক মধ্যযুগীয় প্রথা বিতাড়ন করতে সক্ষম হয়েছে। ইওরোপে ও আমেরিকার ডাইনী পোড়ানর চল ছিল এই সেদিন পর্যন্ত। প্রায় ৬০,০০০ নারী এই বিষম প্রথার বলি। শেষ ডাইনী মোকদ্দমা আমেরিকায় হয় ১৯১৮ পর্যন্ত। সতিদাহ উচ্ছেদের প্রায় ১০০ বছর পর।