06-11-2022, 09:46 AM
(This post was last modified: 06-11-2022, 09:47 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-11-2022, 11:28 PM)nextpage Wrote: অভিমান যখন তার বিস্তার বড় করে তখনি সেখানে তৃতীয়ার আগমন হয়।
অনাহুত সন্দীপ তার জায়গা করে নেবার ভিত গড়তে শুরু করেছে মাত্র বাকিটা বুম্বাদার কলমের ডগায়।
ক্ষমতায় খুঁটি লাগে তাই হয়তো গোগোলের লালু আলম কে কাজে লাগাতে হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই লালু তো কামরাজ সামন্তদের সাগরেদ সে কি কোনভাবেই এটা জানে না ওদের শিকার অরুন্ধতীর ছেলেই গোগোল?
মায়ের মন সন্তানের জন্য যেমন করে কেঁদে উঠে অভিমানে ভার হয় তেমনি করেই সুজাতা তার অনুভূতি প্রকাশ করে যাচ্ছে। কিন্তু গোগোলের ঐ দিব্যি তো অনেক হিসেব এলোমেলো করে দিলো। তবে কি অনির্বাণ ও চায় না তার অনিশ্চিত জীবনের সাথে হিয়া কে জড়িয়ে রাখতে নাকি হিয়ার গোপন বাসনায় মুক্ত বিহঙ্গের মত উড়ে যাবার জন্য সত্যি সত্যিই মুক্ত আকাশ এনে দিলো।
পরবর্তী আপডেটের আগে হৃদয় শান্ত হবার নয়।
তোমার প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কিন্তু এখানে তোমার একটা প্রশ্নের উত্তর দিলেই রোমাঞ্চটা যে নষ্ট হয়ে যাবে বন্ধুবর। তবে শুধু একটাই কথা বলবো - আমার লেখনীর মতই আমার উপন্যাসের চরিত্রগুলি তাদের মনের দিক থেকে যথেষ্ট mature .. তাই পরস্পরকে ভুল বুঝে বা অভিমান করে তারা এমন কোনো attitude করবে না (এই যেমন একে অপরকে ঠাস করে চড় মেরে দেওয়া বা চুল টেনে দেওয়া .. ইত্যাদি ইত্যাদি) যা পরবর্তীকালে কোনো কোনো পাঠকের কাছে হাস্যস্পদ মনে হবে। বাকি কথা পরের পর্বগুলির জন্য তোলা থাক