06-11-2022, 02:50 AM
রুমে ঢুকেই প্রথমে স্নান করলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে মনটা বেশ ফুরফুরে লাগছিল। বমি পর্ব বাদ দিয়ে আজকের ঘোরাটা বেশ ভালই হয়েছে। এই জায়গাটা সত্যিই সুন্দর, আর আমার একটা ছুটির দরকার ছিল।
স্নানের পর খাবার অর্ডার করতে গিয়ে দেখি রুমের ইন্টারকম কাজ করছে না। তার মানে তো খাবার অর্ডার দিতে বাইরে যেতে হবে। ইস রুমে ঢোকার আগে যদি খাবারটা অর্ডার দিয়ে দিতাম তাহলে এতক্ষণে খাবার রেডি হয়ে যেত। নিজের বোকামিতে নিজের উপরই রাগ হলো। কিন্তু কি আর করা যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে খাবার জন্য বাইরে চলে এলাম।
বাইরে বেরিয়ে দেখি রেস্টুরেন্টে বেশ ভালো ভিড়। আর রেস্টুরেন্টের কোণের দিকের একটা টেবিলে রাজেশদা একা একা বসে আছে। আমি রাজেশদার টেবিলের পাশে গিয়ে বললাম, রাজেশ দা খুব খিদে পেয়েছে। খাবার অর্ডার এখনো করা হয়নি। তাড়াতাড়ি কি হবে গো?
রাজেশ দা বলল আমি চিকেন পকোড়া অর্ডার করেছি, আমারটা এক্ষুনি এসে যাবে। দুজনে মিলে খেতে শুরু করি আর তুমি কিছু একটা অর্ডার করে দাও। পকোড়া খেতে খেতে ওটা এসে যাবে।
খিদেও পেয়েছিল তাই আর কিছু না ভেবে রাজেশদার পাশে গিয়ে বসে পড়লাম। পকোড়া খেতে খেতে রাজেশদা জিজ্ঞাসা করল, অতসী বিয়ার খাবে? আমিও দিব্যি বলে দিলাম যে আমি বিয়ার খাই না। রাজেশদা আমার দিকে তাকিয়ে মিচকি হেসে বলে সত্যি? আমিও বললাম কেন বিশ্বাস হচ্ছে না? রাজেশদা বলল একদম না, কাঁচা ঢপ মারছো। আমি হেসে বল্লাম আসলে সত্যি বলতে কি, খুব অল্প কিছু পছন্দের লোকের সাথে বসলেই খাই। না হলে খাই না। রাজেশদা বলল আমিও তাই। লোকজন পছন্দ না হলে দরকার ছাড়া কথাই বলি না তো বিয়ার খাওয়া। এই বলে একটা ওয়েটারকে ডেকে বললো দুটো বিয়ার দিয়ে যেতে। আমি হেসে ফেললাম কিন্তু আর না করলাম না। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, উইন্ডচিটারে বউটা বমি করে দেওয়ার পরে সেটা আর পরিনি, একটু বিয়ার ভালই লাগবে।
বিয়ার খেতে খেতে রাজেশ দা জিজ্ঞাসা করল ,অতসী হঠাৎ একা একা ঘুরতে বেরিয়েছো, কি ব্যাপার? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি একা একা ঘুরে বেড়াও। আমি এই প্রসঙ্গে কোনো কিছু বলতে আগ্রহী ছিলাম না। তাই শুধু বললাম মুম্বাইতে নতুন চাকরি নিয়ে এসেছি, ভাবলাম একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখি। রাজেশদা যাতে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা না করে তাই আমি বললাম রাজেশ দা, তুমি হঠাৎ এই হোটেলে কি করে আর কেন ইনভেস্ট করলে? রাজেশ দা বলল ২০০৮ সালের রেসেশনের সময় রাজেশ দা অনসাইটে পোস্টিং ছিল। রেসেশনের সময় প্রচুর লোকের চাকরি চলে যায় আর রাজেশদাদের আবার দেশে ফেরত পাঠিয়ে দেয়। পরপর দু'বছর কোনো ইনক্রিমেন্ট পায়নি। সেই থেকেই ঠিক করে নিয়েছিল যে চাকরির বাইরে কিছু একটা উপার্জনের জায়গা তৈরি করতেই হবে। তারপর থেকেই এই বিজনেস ওই বিজনেস করতে করতে অবশেষে এই হোটেল। রেস্টুরেন্ট আগে থেকেই ছিল আর পেছনের দিকটা ফাঁকাই ছিল। এই জমিতে যে রুম হয়েছে তার সব খরচটা দিয়েছে রাজেশদা দিয়েছে। পার্টনারশিপের ব্যবসা, প্রফিট শেয়ারিং হয়।
আমি বললাম নতুন করেই যখন ঘর করেছো, আরো কিছু ফ্যাসিলিটি দিতে পারতে। বাথরুমে হেয়ার ড্রায়ার নেই, তোমার রুমের ইন্টারকম কাজ করে না, এইসব কেন? রাজেশ দা বললে ইন্টারকম দিব্যি কাজ করে, হয়তো তারটা খোলা আছে, পেছনে গুঁজে দিলেই কাজ করতো। আমি বলে বসলাম পিছনে গোঁজা কি আমার কাজ নাকি? রাজেশ দা মিচকি হেসে বলল না অতসী, ওটা আমার কাজ, আমি রাতে তোমার রুমে গিয়ে গুঁজে দেবো । আমি বুঝতে পারলাম কি বলেছে, কিন্তু কোন উত্তর দিলাম না।
আমাকে চুপ করে থাকতে দেখে রাজেশ দা বলল, তোমার ক্যারিয়ার প্ল্যান কি? আমি বললাম কোন প্ল্যান নেই, ছোটবেলায় পড়তে হবে তাই পড়েছি। গ্রাজুয়েশন করতে করতে বুঝতে পারলাম যে এমবিএ করলে ভালো প্রসপেক্ট আছে, এমবিএ করে নিলাম। অংকে আরেকটু ভালো হলে হয়তো রিসার্চে যেতাম, কিন্তু মনে হলো যে এমবিএ টাই সহজ হবে। রাজেশদা নাকি অঙ্কে ভালই ছিল, নিজের ইচ্ছেও ছিল যে অঙ্ক নিয়ে পড়াশোনা করবে। কিন্তু ক্লাস টুয়েলভে প্রেম করতে শুরু করে, আর ইঞ্জিনিয়ারিং পড়লে তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। সেই জন্য অংকে অনার্স না পড়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যায়।
আমি হেসে বললাম, আরব্বাস ক্লাস টুয়েলভ থেকে প্রেম করছো! রাজেশ দা হেসে বললো ক্লাস ৮ থেকে করছি, ১২ এর টা সিরিয়াস। আর আমাকে দুম করে জিজ্ঞাসা করে বসলো তুমি কবে থেকে করছ? আমিও কিছু না ভেবে উত্তর দিয়ে দিলাম কলেজ থেকে। এক মুহূর্ত থেমে জিজ্ঞাসা করল সদ্য ব্রেকআপ হয়েছে? আমি বললাম না, বেশ কিছু মাস হয়ে গেছে।
রাজেশ দা আমাকে বলল যে রাজেশ দা বিয়ার রিপিট করবে, আমি বললাম আমিও।
গ্লাসে বিয়ার ঢালতে ঢালতে ভাবছিলাম যে এই লোকটাকে ঘন্টাখানেক আগেও চিনতাম না, এখন বসে দিব্যি কেমন গল্প করছি। বিয়ার খেতে খেতে খেয়াল করলাম, রাজেশদা আমার সাথে গল্প করছে বটে কিন্তু আশেপাশের সব টেবিলের দিকে নজর রাখছে। রাজেশদা কে জিজ্ঞাসা করলাম রাজেশদা, তুমি খেয়াল করছো না সব টেবিলে খাবার ঠিকমত আসছে কিনা? রাজেশ দা বলল খাবার ঠিক মতো আসছে কিনা সেটা তো দেখছি না , শুধু খেয়াল রাখছি লোকজন খুশি কিনা। তারপরে আবার দিকে তাকিয়ে, একটা ফিচেল হাসি হেসে জিজ্ঞাসা করল অতসী তুমি খুশি তো? আমি কোন উত্তর না দিয়ে হেসে দিলাম।
বিয়ার খেতে খেতে রাজেশদা কে বললাম রাজেশ দা, আরেকটা সাইডডিশ কিছু লাগবে তো। রাজেশদা বলল, বেবি এবার তুমি ডিনারের অর্ডার দিয়ে দাও। আমি রাজেশদা কে বললাম, এই তুমি আমাকে বেবি বলে ডাকলে কেন? রাজেশদা বলল, আরে তুমি তো একটা ছোট্ট বেবির মতো , বলে একটা হাত দিয়ে আমার গাল দুটোকে টিপে দিল।
আমি অল্প রেগেই বললাম, তুই বড্ড অসভ্য রাজেশদা । তোমার মনে হয় নেশা হয়ে গেছে। রাজেশদা হাহা করে হেসে বলল, দু বোতল বিয়ার খেয়ে কারো আবার নেশা হয় নাকি। তারপরে আমার দিকে তাকিয়ে রাজেশ দা বলল, তুমি সত্যি খুব সুন্দর অতসী। তোমার সাথে লাস ভেগাসেও যাওয়া যায়, আবার লাইব্রেরীতেও বসা যায়। এরকম অদ্ভুত প্রশংসা কেউ কখনো আমার করেনি। আমি কথা ঘোরানোর জন্য বললাম, না না আমি আর ডিনার করবো না তুমি কিছু অর্ডার দিয়ে দাও।
আমি মনে মনে ভাবছি যে লোকটা কি চায়। আমার থেকে এতটা বড়, এমনিতে ভালো ব্যবহার করছে কিন্তু আবার গালটাও টিপে দিল। ঘরের ইন্টারকম নিয়ে এমন একটা মন্তব্য করল যার অন্য রকম মানেও হতে পারে। অথচ লোকটার উপর আমার যতটা বিরক্তি বা রাগ হওয়া উচিত, সেটা তো হচ্ছে না। আমি ঠিক করলাম আমি আর বিয়ার খাব না। আরেকটা কিছু খাবার এলে সেটা খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বো।।
এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে দেখি সেই সদ্য বিবাহিত যুগল খেতে এসেছে। আমি ডাকতে যাব রাজেশ দা ফিসফিস করে বলল ডেকো না। আমি রাজেশ দা কে ইশারায় জিজ্ঞাসা করলাম কেন? রাজেশ দা মিচকি হেসে বলল ওরা হানিমুন কাপেল, ওদেরকে একটু স্পেস দাও। তাও আমি হাত তুলে ডাকলাম। দেখলাম বরটা একাই এগিয়ে এলো। রাজেশদাই জিজ্ঞাসা করল যে বউটা কেমন আছে, আর কোন সমস্যা হয়েছে কিনা? বরটা বলল সব ঠিক আছে। তারপরে আমার দিকে তাকিয়ে বলে বিয়ার খাচ্ছেন? আপনাদের দুজনের তো ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে দেখছি। আমি কিছু একটা বাজে উত্তর দিতে যাব তখন রাজেশ দা একটা হাত দিয়ে আমার থাই চেপে ধরল। আমি বুঝলাম কিছু বলতে বারণ করছে।
বরটা চলে গেলে আমি রাজেশদা কে বললাম যতসব ফালতু লোকজন, কিছু একটা উত্তর দিয়ে দেয়া উচিত ছিল। রাজেশদা বলল অতসী, এই জন্যই তো তোমাকে আমি ওদেরকে ডাকতে না বলেছিলাম। আমি বললাম যে কি করে বুঝবো একটা ফালতু লোক। কি যে ভাবছে আমাদের সম্পর্কে কে জানে। রাজেশ দা খুব একটা নিষ্পাপ মুখ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় অতসী, ওরা কি ভাবছে আমাদের সম্পর্কে? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল, আমি কিছু উত্তর দিতে পারলাম না। দুষ্টু রাজেশটা ঠোঁটের কোণায় অল্প হাসি নিয়ে স্বাভাবিক মুখ করে বসে রইল।
স্নানের পর খাবার অর্ডার করতে গিয়ে দেখি রুমের ইন্টারকম কাজ করছে না। তার মানে তো খাবার অর্ডার দিতে বাইরে যেতে হবে। ইস রুমে ঢোকার আগে যদি খাবারটা অর্ডার দিয়ে দিতাম তাহলে এতক্ষণে খাবার রেডি হয়ে যেত। নিজের বোকামিতে নিজের উপরই রাগ হলো। কিন্তু কি আর করা যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে খাবার জন্য বাইরে চলে এলাম।
বাইরে বেরিয়ে দেখি রেস্টুরেন্টে বেশ ভালো ভিড়। আর রেস্টুরেন্টের কোণের দিকের একটা টেবিলে রাজেশদা একা একা বসে আছে। আমি রাজেশদার টেবিলের পাশে গিয়ে বললাম, রাজেশ দা খুব খিদে পেয়েছে। খাবার অর্ডার এখনো করা হয়নি। তাড়াতাড়ি কি হবে গো?
রাজেশ দা বলল আমি চিকেন পকোড়া অর্ডার করেছি, আমারটা এক্ষুনি এসে যাবে। দুজনে মিলে খেতে শুরু করি আর তুমি কিছু একটা অর্ডার করে দাও। পকোড়া খেতে খেতে ওটা এসে যাবে।
খিদেও পেয়েছিল তাই আর কিছু না ভেবে রাজেশদার পাশে গিয়ে বসে পড়লাম। পকোড়া খেতে খেতে রাজেশদা জিজ্ঞাসা করল, অতসী বিয়ার খাবে? আমিও দিব্যি বলে দিলাম যে আমি বিয়ার খাই না। রাজেশদা আমার দিকে তাকিয়ে মিচকি হেসে বলে সত্যি? আমিও বললাম কেন বিশ্বাস হচ্ছে না? রাজেশদা বলল একদম না, কাঁচা ঢপ মারছো। আমি হেসে বল্লাম আসলে সত্যি বলতে কি, খুব অল্প কিছু পছন্দের লোকের সাথে বসলেই খাই। না হলে খাই না। রাজেশদা বলল আমিও তাই। লোকজন পছন্দ না হলে দরকার ছাড়া কথাই বলি না তো বিয়ার খাওয়া। এই বলে একটা ওয়েটারকে ডেকে বললো দুটো বিয়ার দিয়ে যেতে। আমি হেসে ফেললাম কিন্তু আর না করলাম না। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, উইন্ডচিটারে বউটা বমি করে দেওয়ার পরে সেটা আর পরিনি, একটু বিয়ার ভালই লাগবে।
বিয়ার খেতে খেতে রাজেশ দা জিজ্ঞাসা করল ,অতসী হঠাৎ একা একা ঘুরতে বেরিয়েছো, কি ব্যাপার? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি একা একা ঘুরে বেড়াও। আমি এই প্রসঙ্গে কোনো কিছু বলতে আগ্রহী ছিলাম না। তাই শুধু বললাম মুম্বাইতে নতুন চাকরি নিয়ে এসেছি, ভাবলাম একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখি। রাজেশদা যাতে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা না করে তাই আমি বললাম রাজেশ দা, তুমি হঠাৎ এই হোটেলে কি করে আর কেন ইনভেস্ট করলে? রাজেশ দা বলল ২০০৮ সালের রেসেশনের সময় রাজেশ দা অনসাইটে পোস্টিং ছিল। রেসেশনের সময় প্রচুর লোকের চাকরি চলে যায় আর রাজেশদাদের আবার দেশে ফেরত পাঠিয়ে দেয়। পরপর দু'বছর কোনো ইনক্রিমেন্ট পায়নি। সেই থেকেই ঠিক করে নিয়েছিল যে চাকরির বাইরে কিছু একটা উপার্জনের জায়গা তৈরি করতেই হবে। তারপর থেকেই এই বিজনেস ওই বিজনেস করতে করতে অবশেষে এই হোটেল। রেস্টুরেন্ট আগে থেকেই ছিল আর পেছনের দিকটা ফাঁকাই ছিল। এই জমিতে যে রুম হয়েছে তার সব খরচটা দিয়েছে রাজেশদা দিয়েছে। পার্টনারশিপের ব্যবসা, প্রফিট শেয়ারিং হয়।
আমি বললাম নতুন করেই যখন ঘর করেছো, আরো কিছু ফ্যাসিলিটি দিতে পারতে। বাথরুমে হেয়ার ড্রায়ার নেই, তোমার রুমের ইন্টারকম কাজ করে না, এইসব কেন? রাজেশ দা বললে ইন্টারকম দিব্যি কাজ করে, হয়তো তারটা খোলা আছে, পেছনে গুঁজে দিলেই কাজ করতো। আমি বলে বসলাম পিছনে গোঁজা কি আমার কাজ নাকি? রাজেশ দা মিচকি হেসে বলল না অতসী, ওটা আমার কাজ, আমি রাতে তোমার রুমে গিয়ে গুঁজে দেবো । আমি বুঝতে পারলাম কি বলেছে, কিন্তু কোন উত্তর দিলাম না।
আমাকে চুপ করে থাকতে দেখে রাজেশ দা বলল, তোমার ক্যারিয়ার প্ল্যান কি? আমি বললাম কোন প্ল্যান নেই, ছোটবেলায় পড়তে হবে তাই পড়েছি। গ্রাজুয়েশন করতে করতে বুঝতে পারলাম যে এমবিএ করলে ভালো প্রসপেক্ট আছে, এমবিএ করে নিলাম। অংকে আরেকটু ভালো হলে হয়তো রিসার্চে যেতাম, কিন্তু মনে হলো যে এমবিএ টাই সহজ হবে। রাজেশদা নাকি অঙ্কে ভালই ছিল, নিজের ইচ্ছেও ছিল যে অঙ্ক নিয়ে পড়াশোনা করবে। কিন্তু ক্লাস টুয়েলভে প্রেম করতে শুরু করে, আর ইঞ্জিনিয়ারিং পড়লে তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। সেই জন্য অংকে অনার্স না পড়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যায়।
আমি হেসে বললাম, আরব্বাস ক্লাস টুয়েলভ থেকে প্রেম করছো! রাজেশ দা হেসে বললো ক্লাস ৮ থেকে করছি, ১২ এর টা সিরিয়াস। আর আমাকে দুম করে জিজ্ঞাসা করে বসলো তুমি কবে থেকে করছ? আমিও কিছু না ভেবে উত্তর দিয়ে দিলাম কলেজ থেকে। এক মুহূর্ত থেমে জিজ্ঞাসা করল সদ্য ব্রেকআপ হয়েছে? আমি বললাম না, বেশ কিছু মাস হয়ে গেছে।
রাজেশ দা আমাকে বলল যে রাজেশ দা বিয়ার রিপিট করবে, আমি বললাম আমিও।
গ্লাসে বিয়ার ঢালতে ঢালতে ভাবছিলাম যে এই লোকটাকে ঘন্টাখানেক আগেও চিনতাম না, এখন বসে দিব্যি কেমন গল্প করছি। বিয়ার খেতে খেতে খেয়াল করলাম, রাজেশদা আমার সাথে গল্প করছে বটে কিন্তু আশেপাশের সব টেবিলের দিকে নজর রাখছে। রাজেশদা কে জিজ্ঞাসা করলাম রাজেশদা, তুমি খেয়াল করছো না সব টেবিলে খাবার ঠিকমত আসছে কিনা? রাজেশ দা বলল খাবার ঠিক মতো আসছে কিনা সেটা তো দেখছি না , শুধু খেয়াল রাখছি লোকজন খুশি কিনা। তারপরে আবার দিকে তাকিয়ে, একটা ফিচেল হাসি হেসে জিজ্ঞাসা করল অতসী তুমি খুশি তো? আমি কোন উত্তর না দিয়ে হেসে দিলাম।
বিয়ার খেতে খেতে রাজেশদা কে বললাম রাজেশ দা, আরেকটা সাইডডিশ কিছু লাগবে তো। রাজেশদা বলল, বেবি এবার তুমি ডিনারের অর্ডার দিয়ে দাও। আমি রাজেশদা কে বললাম, এই তুমি আমাকে বেবি বলে ডাকলে কেন? রাজেশদা বলল, আরে তুমি তো একটা ছোট্ট বেবির মতো , বলে একটা হাত দিয়ে আমার গাল দুটোকে টিপে দিল।
আমি অল্প রেগেই বললাম, তুই বড্ড অসভ্য রাজেশদা । তোমার মনে হয় নেশা হয়ে গেছে। রাজেশদা হাহা করে হেসে বলল, দু বোতল বিয়ার খেয়ে কারো আবার নেশা হয় নাকি। তারপরে আমার দিকে তাকিয়ে রাজেশ দা বলল, তুমি সত্যি খুব সুন্দর অতসী। তোমার সাথে লাস ভেগাসেও যাওয়া যায়, আবার লাইব্রেরীতেও বসা যায়। এরকম অদ্ভুত প্রশংসা কেউ কখনো আমার করেনি। আমি কথা ঘোরানোর জন্য বললাম, না না আমি আর ডিনার করবো না তুমি কিছু অর্ডার দিয়ে দাও।
আমি মনে মনে ভাবছি যে লোকটা কি চায়। আমার থেকে এতটা বড়, এমনিতে ভালো ব্যবহার করছে কিন্তু আবার গালটাও টিপে দিল। ঘরের ইন্টারকম নিয়ে এমন একটা মন্তব্য করল যার অন্য রকম মানেও হতে পারে। অথচ লোকটার উপর আমার যতটা বিরক্তি বা রাগ হওয়া উচিত, সেটা তো হচ্ছে না। আমি ঠিক করলাম আমি আর বিয়ার খাব না। আরেকটা কিছু খাবার এলে সেটা খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বো।।
এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে দেখি সেই সদ্য বিবাহিত যুগল খেতে এসেছে। আমি ডাকতে যাব রাজেশ দা ফিসফিস করে বলল ডেকো না। আমি রাজেশ দা কে ইশারায় জিজ্ঞাসা করলাম কেন? রাজেশ দা মিচকি হেসে বলল ওরা হানিমুন কাপেল, ওদেরকে একটু স্পেস দাও। তাও আমি হাত তুলে ডাকলাম। দেখলাম বরটা একাই এগিয়ে এলো। রাজেশদাই জিজ্ঞাসা করল যে বউটা কেমন আছে, আর কোন সমস্যা হয়েছে কিনা? বরটা বলল সব ঠিক আছে। তারপরে আমার দিকে তাকিয়ে বলে বিয়ার খাচ্ছেন? আপনাদের দুজনের তো ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে দেখছি। আমি কিছু একটা বাজে উত্তর দিতে যাব তখন রাজেশ দা একটা হাত দিয়ে আমার থাই চেপে ধরল। আমি বুঝলাম কিছু বলতে বারণ করছে।
বরটা চলে গেলে আমি রাজেশদা কে বললাম যতসব ফালতু লোকজন, কিছু একটা উত্তর দিয়ে দেয়া উচিত ছিল। রাজেশদা বলল অতসী, এই জন্যই তো তোমাকে আমি ওদেরকে ডাকতে না বলেছিলাম। আমি বললাম যে কি করে বুঝবো একটা ফালতু লোক। কি যে ভাবছে আমাদের সম্পর্কে কে জানে। রাজেশ দা খুব একটা নিষ্পাপ মুখ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় অতসী, ওরা কি ভাবছে আমাদের সম্পর্কে? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল, আমি কিছু উত্তর দিতে পারলাম না। দুষ্টু রাজেশটা ঠোঁটের কোণায় অল্প হাসি নিয়ে স্বাভাবিক মুখ করে বসে রইল।
অতসী বন্দোপাধ্যায়