05-11-2022, 11:28 PM
অভিমান যখন তার বিস্তার বড় করে তখনি সেখানে তৃতীয়ার আগমন হয়।
অনাহুত সন্দীপ তার জায়গা করে নেবার ভিত গড়তে শুরু করেছে মাত্র বাকিটা বুম্বাদার কলমের ডগায়।
ক্ষমতায় খুঁটি লাগে তাই হয়তো গোগোলের লালু আলম কে কাজে লাগাতে হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই লালু তো কামরাজ সামন্তদের সাগরেদ সে কি কোনভাবেই এটা জানে না ওদের শিকার অরুন্ধতীর ছেলেই গোগোল?
মায়ের মন সন্তানের জন্য যেমন করে কেঁদে উঠে অভিমানে ভার হয় তেমনি করেই সুজাতা তার অনুভূতি প্রকাশ করে যাচ্ছে। কিন্তু গোগোলের ঐ দিব্যি তো অনেক হিসেব এলোমেলো করে দিলো। তবে কি অনির্বাণ ও চায় না তার অনিশ্চিত জীবনের সাথে হিয়া কে জড়িয়ে রাখতে নাকি হিয়ার গোপন বাসনায় মুক্ত বিহঙ্গের মত উড়ে যাবার জন্য সত্যি সত্যিই মুক্ত আকাশ এনে দিলো।
পরবর্তী আপডেটের আগে হৃদয় শান্ত হবার নয়।
অনাহুত সন্দীপ তার জায়গা করে নেবার ভিত গড়তে শুরু করেছে মাত্র বাকিটা বুম্বাদার কলমের ডগায়।
ক্ষমতায় খুঁটি লাগে তাই হয়তো গোগোলের লালু আলম কে কাজে লাগাতে হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই লালু তো কামরাজ সামন্তদের সাগরেদ সে কি কোনভাবেই এটা জানে না ওদের শিকার অরুন্ধতীর ছেলেই গোগোল?
মায়ের মন সন্তানের জন্য যেমন করে কেঁদে উঠে অভিমানে ভার হয় তেমনি করেই সুজাতা তার অনুভূতি প্রকাশ করে যাচ্ছে। কিন্তু গোগোলের ঐ দিব্যি তো অনেক হিসেব এলোমেলো করে দিলো। তবে কি অনির্বাণ ও চায় না তার অনিশ্চিত জীবনের সাথে হিয়া কে জড়িয়ে রাখতে নাকি হিয়ার গোপন বাসনায় মুক্ত বিহঙ্গের মত উড়ে যাবার জন্য সত্যি সত্যিই মুক্ত আকাশ এনে দিলো।
পরবর্তী আপডেটের আগে হৃদয় শান্ত হবার নয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।