05-11-2022, 10:29 PM
(This post was last modified: 06-11-2022, 12:45 PM by Neellohit. Edited 3 times in total. Edited 3 times in total.)
ফাইনাল পরীক্ষা হয়ে চাকরিতে জয়েন করলাম,পুজোর পরে কালীপুজোর আগে একদিন সকালে আমি বসে আছি খাওয়ার টেবিলে মা রান্নাঘরে জলখাবার বানাচ্ছে , হঠাৎ সুজয় ফোন করলো , আমি ধরতেই বললো '' কাকু বাড়িতে আছেন ?'' '' হ্যাঁ কেন রে ?'' ফোনটা একটু কাকুকে ডিবি ? পাপা কথা বলবে '' বাবা ড্রয়িং রুমমে বসে সিগারেট খাচ্ছিলো সাথে কিছু কাজও করছিলো, আমি মা'কে ফোনটা দিয়ে বললাম '' পুপুর বাবা বাবার সাথে কথা বলতে চাইছেন , তুমি ফোনটা নিয়ে যাও '' মা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ফোনটা নিয়ে সুজয়ের সাথে কথা বলতেবলতে বাবাকে ফোনটা দিলো , একটু পরে আবার ফোনটা নিয়ে ফেরত এলো '' কি বললো ? '' '' ভাইফোঁটার দিন রাতে আমাদের নিমন্ত্রণ করলেন ওদের বাড়িতে ?'' আমি তখুনি পুপুকে ফোন করলাম '' কি'রে তোর এই ছিল মনে ?'' '' পুপু আমতাআমতা করে বললো '' কেন কি করেছি আমি ?'' '' ভাইফোঁটার দিন নিমন্ত্রণ করলেন তোর পাপা , তুই কি আমায় ফোঁটা দিবি না'কি ?'' পুপু উত্তরে প্রথমেই বললো '' এক লাথি মারবো , জেনেবুঝে কথা বল , শোন ভাইফোঁটায় আমাদের বাড়িতে কাকা জ্যাঠা মামারা সবাই আসে সবার সাথে তোর ইন্ট্রো করানোর জন্য তোদের নিমন্ত্রণ করেছে পাপা '' আমি বললাম '' ও তাই বল আমি তো ভয়ই পেয়েছিলাম '' ফোনের ওপার থেকে ভেঙ্গিয়ে বললো পুপু '' ভয়ই পেয়েছিলাম '' তারপর ফিসফিস করে বললো '' বোকাচোদা '' আমি খিকখিক করে হেসে উঠতেই ওপাশ থেকে ধমকে উঠলো পুপু '' একদম দাঁত ক্যালাবি না বলে দিলাম '' বলেই ফোনটা কেটে দিলো মা বুঝতে পারছিলো আমি কার সাথে কথা বললাম '' আহারে কেন মেয়েটাকে রাগাস বলতো '' আমি হাসলাম তারপর মাকে জিজ্ঞেস করলাম '' বাবা কি বললো ?'' মা বললো '' খুশিই হয়েছে যাবে বলেছে '' | ভাইফোঁটার দিন সন্ধ্যায় আমি ঘুম থেকে উঠে দেখি বাবা রেডি হয়ে বসে রয়েছে , আমায় দেখে বললো '' কি'রে রেডি হোস'নি ? যেতে হবে তো ?'' '' হয়ে যাবো এইতো ঘুম থেকে উঠলাম চা খেয়েই রেডি হয়ে নেবো '' মা আমায় চা দিলো দেখি মা'ও তৈরী হয়ে গ্যাছে বললো '' চা'টা খেয়ে নিয়ে রেডি হয়ে না তাড়াতাড়ি '' আমি চা খেয়ে আস্তে ধীরে রেডি হলাম পুপুর ' আদেশ অনুযায়ী সাদা শার্ট আর ফেডেড জিনসের ট্রাউসার আর একটা কোলাপুরি চপ্পল পরে নামলাম , বাবা চেঁচিয়ে সুখদেবকাকাকে বললেন গাড়ি বার করতে , তারপর বাড়ির মেইন গেটে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম , গাড়িতে উঠবো পুপুর ফোন '' কি'রে কখন আসবি ?'' '' রাস্তায় গাড়িতেই আছি আমরা '' '' ও '' বলে ফোনটা কেটে দিলো , পুপুদের বাড়িতে পৌঁছে দেখলাম ওদের বাড়ির লনে সবাই একত্র হয়েছে ,, পুপুর বাবা আর মা এগিয়ে এসে বাবা আর মাকে নমস্কার জানিয়ে নিজেদের পরিচয় দিলেন বাবা মা'ও প্রতিনমস্কার জানালেন , আমার চোখ খুঁজছে পুপুকে সুজয় এগিয়ে এসে বললো '' সবার সাথে তোর পরিচয় করিয়ে দিই '' বলে আমায় সবার মাঝে নিয়ে পরিচয় করলো ' পুপুর বিশেষ বন্ধু ' বলে তারপর আমায় নিয়ে দাঁড় করিয়ে দিলো পুপুর ঠাকুমার সামনে '' দাদি , এই যে দি'ভাইয়ের বন্ধু কাজল '' আমি ঝুঁকে প্রণাম করতেই আমার চিবুকটা ধরে বললেন দাদি '' ও'মা এতো সত্যিই কালাচাঁদ গো ! '' আমি অপ্রস্তুত হয়ে হেসে ফেললাম দাদি আবার বললেন '' আমার দিদিভাইয়ের পছন্দ তো খুব সুন্দর দেখছি কোথায় গেলি দিদিভাই পুপু দরজার আড়াল থেকে বেরিয়ে গুটিগুটি পায়ে দাদির পাশে এসে বসলো , আমিও দাদির সামনে একটা চেয়ারে বসলাম দাদি পুপুকে বললেন '' দিদিভাই তুমি কালাচাঁদর পাশে গিয়ে বোসো'তো আমি দেখি '' পুপুর গালদুটো ঝট করে লাল হয়ে গ্যালো আমার দিকে তাকিয়ে মুচকি হেসে পাশে একটা চেয়ারে বসলো , দাদি হেসে বললেন '' বাহ্ বেশ মানিয়েছে '' পুপু উঠে দৌড়ে পালালো সুজয় আমায় নিয়ে ওর বাবার সামনে দাঁড় করিয়ে বললো '' পাপা এই যে কাজল '' আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম পুপুর মাকেও প্রণাম করলাম তারপর একেক করে প্রায় সাত/আট জনকে প্রণাম করে চোখ তুলে তাকিয়ে দেখি পুপু দাঁড়িয়ে মিটমিট করে হাসছে , ও এগিয়ে এসে আমার মা আর বাবাকে প্রণাম করলো , এইসময় সুজয় এসে বললো '' চল ওপরে যাই আমাদের ভাইবোনেরা সব ওপরে আছে '' ওপরে ওঠার জন্য বাড়ির ভিতরে ঢুকতেই দেখি পুপু সামনে দাঁড়িয়ে আছে ফিক করে হেসে বললো '' কোমরে ব্যাথা করছে ?'' আমি হেসে বললাম কেন টু কি হাত বুলিয়ে দিবি ?'' সুজয় খিকখিক করে হেসে উঠতেই পুপু কটমট করে আমার দিকে তাকালো , আমি হাসলাম পুপু দপদপ করে হেঁটে লনেরদিকে চলে গ্যালো | ওপরে পুপুর ভাইবোনদের সাথেও পরিচয় হলো বেশ কিছুক্ষন হৈচৈ হলো পুপুর এক তুতো বোন জিজ্ঞেস করলো '' কাজল'দা আমরা সবাই তো ভয় পাই বড়'দিকে , আপনি কিভাবে পটালেন বলুনতো '' ঠিক সেইসময় পুপু ঘরে ঢুকে ওর সেই বোনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললো '' খুব পেকেছিস না ?'' সবাই থতমত খেয়ে গ্যাছে আমি তো সব দেখেশুনে ফিকফিক করে হাসছি আমার দিকে তাকাতে বললাম '' রেগে যাচ্ছিস কেন ? সত্যিই তো তোকে সবাই ভয় পায় ওদের মনে প্রশ্ন আসতেই পারে আমি কে এমন কেউকেটা '' আমায় কথা শেষ করতে না দিয়ে বললো '' '' থাক তুই আর , ওকালতি করিসনা '' আমি হাসলাম সুজয়ও হেসে ফেললো বাকিরাও ফিকফিক করে হাসছে আমি সুজয়কে বললাম '' তোরা বাড়িতে সিগারেট খাস'না ?'' সুজয় বললো '' চল ছাতে গিয়ে খাই '' দুজনে ছাতে গেলাম দুটো সিগারেট ধরিয়ে টানছি এমনসময় পুপু এলো আমার হাত থেকে সিগারেটটা নিয়ে বড়োবড়ো কয়েকটা টান মেরে ফেরত দিলো , এবার সুজয় বললো '' সত্যি দি'ভাই আমিও ভাবি কাজল কিভাবে তোকে পটালো , কতজন চড়থাবড়া খেয়েছে তোর হাতে শেষে তুই ! '' এতক্ষনে পুপু প্রথম হাসলো তারপর আমার দিকে তাকাতেই আমি বললাম '' আমি কিছু জানিনা '' আমার পিঠে একটা আলগা চড় মেরে বললো সুজয়কে '' তোকে জানতে হবে না '' |