05-11-2022, 09:23 PM
"তোমাকে কিচ্ছু করতে হবে না মামণি, কাউকে এই ব্যাপারে কোনো অনুরোধ করতে হবে না আমার দিব্যি রইলো। যাও গিয়ে শুয়ে পড়ো .. অনেক রাত হলো। কাল আবার মর্নিং শিফ্ট আছে তোমার।" ভারাক্রান্ত গম্ভীর গলায় অথচ অত্যন্ত স্বাভাবিকভাবে কথাগুলো বলে ধীর পায়ে পাশের ঘরে চলে গেলো গোগোল।
এই কয়েকটা লাইন কিন্তু ভেতরটা মুচড়ে দিতে সক্ষম যেন। সত্যিই! এই চরিত্রটাকে যত জানছি ততই যেন আরও কষ্ট বাড়ছে। যে ঝড় বয়ে গেছে তা আর বলার বাকি নেই, কিন্তু যে ঝড় প্রতি মুহূর্তে গোগোলের মস্তিস্ককে জাগিয়ে রেখেছে, যে চিন্তা বা দুশ্চিন্তা গোগোলকে অনেক আগেই অন্য কিছুতে পরিবর্তন করেছে সেই ঝড়ের পাশাপাশি বুকের বাঁ পাশে স্থান দেওয়া একজনকে পেয়েও হারিয়ে ফেলার কষ্ট যেন আবারো এলোমেলো করে দিলো গোগোলকে। মাথা তো আগেই কৈশোর শরীরটাকে পাল্টে ফেলেছিলো, এবার মনটাও চুরমার করে যেন আরও কঠিন করে তুললো ছেলেটাকে। ভবিষ্যতে কি অপেক্ষা করছে জানিনা কিন্তু অন্তত এই বর্তমান তো তাই স্পষ্ট করছে।
এই কয়েকটা লাইন কিন্তু ভেতরটা মুচড়ে দিতে সক্ষম যেন। সত্যিই! এই চরিত্রটাকে যত জানছি ততই যেন আরও কষ্ট বাড়ছে। যে ঝড় বয়ে গেছে তা আর বলার বাকি নেই, কিন্তু যে ঝড় প্রতি মুহূর্তে গোগোলের মস্তিস্ককে জাগিয়ে রেখেছে, যে চিন্তা বা দুশ্চিন্তা গোগোলকে অনেক আগেই অন্য কিছুতে পরিবর্তন করেছে সেই ঝড়ের পাশাপাশি বুকের বাঁ পাশে স্থান দেওয়া একজনকে পেয়েও হারিয়ে ফেলার কষ্ট যেন আবারো এলোমেলো করে দিলো গোগোলকে। মাথা তো আগেই কৈশোর শরীরটাকে পাল্টে ফেলেছিলো, এবার মনটাও চুরমার করে যেন আরও কঠিন করে তুললো ছেলেটাকে। ভবিষ্যতে কি অপেক্ষা করছে জানিনা কিন্তু অন্তত এই বর্তমান তো তাই স্পষ্ট করছে।