05-11-2022, 04:16 PM
(04-11-2022, 09:27 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: ঈশ্বরচন্দ্র ও ভীষ্মলোচনের সহিত আমার মত এক তুচ্ছের তুলনা করিয়া আপনি রাজা ভোজ ও গঙ্গু তেলীকে এক করিয়া দিলেন সায়রা দেবী! এই জন্ম দূরে থাকুক আগামী সহস্রবারও যদি এই মহান বঙ্গের সন্তান হইবার পরমভাগ্য এই অধম পায় তথাপি উঁহাদের নখযোগ্য হইব না! ভীষ্মলোচন একদা দিল্লী হইতে বার্মা অব্দি যে গানের গুঁতো দিয়াছিলেন তাহার নিনাদে ব্রহ্মদেশ মায়ানমার হইয়া গেল!
অতি অবশ্যই দিব। মন্তব্য করিয়া করিয়া আপনারে তিতিবিরক্ত করিয়া দিব কিন্তু মন্তব্য করিতে থামিব না। বঙ্গবাসী হওয়ার সুবাদে মাথায় বড় হইয়াছি কিন্তু বহরে ছোট। সুতরাং, আলোচনা করা তো আমাদিগের জন্মগত অধিকারের মধ্যে পড়িয়া থাকে, সত্য কহিতে, সমালোচনা করা তো বাঙ্গালী মায়ের গর্ভে থাকাকালীনই শিখিয়া যায়। বিশ্বাস না হইলে কোনদিন চায়ের ঠেকে গিয়া দেখিবেন, যে ব্যক্তি জীবনে ফুটবলে পা ছোঁয়ায় নাই সেও ডার্বিতে মোহনবাগানের কোথায় ভুল হইয়াছিল, ইস্টবেঙ্গল কেন হারিয়া গেল তাহার সুচিন্তিতভাবে গবেষণাধর্ম্মী মতামত জানাইতেছে!
ভাল থাকিবেন, লিখিতে থাকিবেন শনিবার রবিবার আসিতে থাকিব আর আপনারে জ্বালাইতে থাকিব। সালাম আপনারেও সায়রা দেবী।
দেশে দেশে বড় আপশোসের সহিত উতলা বাউল জানাইয়া থাকেন - ''আমি তাইতো পাগল হলাম না - মনের মতো পাগল পেলাম না ।'' - আবার , সেই প্রাচীন আপ্তবাক্যটিও কখনো কখনো কলিজায় সূঁচ ফুটাইতে থাকে - ''অরসিকেষু রসস্য নিবেদনম...'' অথবা ওই ধরণেরই কী যেন ... - ''কুমারী'' সায়রা আলিরও এবম্বিধ দুশ্চিন্তা আপশোস ইত্যাদি ছিল । হ্যাঁ , ছিল । অতীত কাল । ভূত পূর্ব । এখন আর নাই । - কারণ ? সিম্পিল । ''মনের মতো পাগল'' এবং একই অঙ্গে ''রসিকজনা'' প্রাপ্তি । - নামোল্লেখের কোন প্রয়োজন দেখিতেছি না - কেননা , আরেকটি আপ্তবাক্যই তো রহস্য ফাঁস করিয়াছে - ''সমঝদারোঁ কে লিয়ে ইশারা হি.....'' । - সালাম জী ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)