Thread Rating:
  • 22 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi
#28
আমরা হাটছি শশীকে পাশে রেখে রাস্তার ঠিক মাঝখান দিয়ে আশে পাশের শত শত প্রেমিক যুগলের মত আমরাও হেটেই চলেছি হঠাত করে একটু আগের রাগটা চলে গিয়েছে, এখন মেজাজটাও বেশ ফুরফুরে লাগছে সত্যি বলতে দ্বিধা নেই, শশীর সাথে হাঠতে আমার ভালো লাগছিল হঠাত করে তনিমার বলা কথাগুলো মনে পরল আমার..


- শশী, কিছু কথা ক্লিয়ার করার ছিল..
- আমি জানি, এজন্যেই এভাবে তোমাকে ডাকা..
- তুমি জানো?
- দেখ, আমি তনিমাকে কিছুই বলিনি..
- তাহলে?
- একদিন তোমার সাথে আমার কনভার্সেশন দেখে নিয়েছিল ব্যস, অনেক রকম প্রশ্ন করতে শুর*্য করল..
- তারপর?
- আমি শুধু ওর কিছু প্রশ্নের উত্তর না দিয়ে মুচকি হেসেছিলাম এই ভেবে যে তনিমা কতদূর ভেবে নিচ্ছে.. আর আমার সেই নীরবতাকেই মেয়েটা সেসব প্রশ্নের উত্তরে সম্মতি হিসেবে ধরে নিয়েছিল আমি জানি এটা করেও আমি ভুল করেছি তবে আমাকে বিশ্বাস করো.. আমি ওকে কিছুই বলিনি..
- আমিতো তাই ভাবছিলাম, তুমি ওমন মেয়েতো নও..
- আমি কেমন মেয়ে তাহলে রওনক?

ওর কথায় হঠাত করে কিছুটা নমনীয়তা লক্ষ্য করে ওর দিকে তাকালাম এতক্ষণ পর বোধহয় আমি ওর চোখটা প্রথম বারের মত দেখছি ডাগর ডাগর.. আচ্ছা, চোখকে কি কদম ফুলের সৌন্দের্যের সাথে তুলনা করা যায়? বেখাপ্পা লাগতে পারে কিঞ্চিৎ কিন্তু কেন নয়? আমার দিকে তাকিয়ে আছে প্রশ্নটা করে আর ওর দিকে তাকিয়ে যেন ওর ডাগর কালো চোখে মোহিত হয়ে যাচ্ছি...... অনেক কষ্টে উত্তর দিলাম...

- নিষ্পাপ.. সরলা..

খিলখিলিয়ে হেসে ওঠে মেয়েটা

- বা- ভালো তো! কমপ্লিমেন্ট দেয়া সবার তোমার কাছ থেকে শেখা উচিৎ..

শশীর হাসি শেষ অনেক আগেই, তবুও আমার মনের মাঝে সেই হাসিটার রেশ নুপুরের ঝংকারের প্রতিদ্ধনির মত বেজেই চলছে.. হঠাত ওর কথায় আমার ধ্যান ভাংগে..

- হেলো মিস্টার?
- হ্যা.. চলো সামনের দিকটায় হাটি..
- ওকেই....

আমরা হটছি, টুকটাক কথা বলছি আশেপাশে অনেক মহিলারা খদ্দেরের আশায় ঘুরছেন, বুঝতে পারছি আমি তাই বড় রাস্তা দিয়েই হেটে চলছি বড় রাস্তায় বিপদ কম, যত চিপাগলিতে যাবো ততই বিপদ

হাঠতে হাঠতে হঠাত লেকের পারে যেতে চাইল পার্কে একটা সুন্দর লেকের মতন আছে, শুটিং হয় ওখানে আমি দেখলাম রাস্তা ধরে গেলে কিছুটা বেশি সময় লাগবে তাই ওকে বললাম চলো শর্ট কাটে যাওয়া যাক এত ঘুরে যাওয়ার দরকার নেই বেমালুম ভুলে গেলাম চিপা গলির বিপদের কথা

বাশ বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা কিছুটা ফাকাই থাকে শশী এখানকার পরিবেশ নিয়ে কিছু জানেনা তেমন তাই এই নীরবতাকে বেশ ভালোই উপভোগ করছে গ্রাম গ্রাম একটা গন্ধ পাওয়া যায় এখানটায়, চমৎকার লাগে আমরা যাচ্ছিলাম, হঠাত করে পাশেই একটা ঝোপ নড়ে উঠল আমরা থমকে গেলাম আমি মনে করলাম চোখের ভুল দেখি না, ঝোপ ভালোই নরছে শশী ভয় পেল চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল আবার কোন প্রানি ওখান থেকে ছুটে এসেসে লুকিয়েছে কি না আমি বললাম চলো আমরা এগোই কিন্তু নাছোড় বান্দা ভয় পাচ্ছে সামনে এগোতে সামনে যদি আরও ভয়ের কিছু থাকে? আমি ওর ভয় তাড়াতে একটা লাঠি হাতে নিয়ে ঝোপের কাছে গেলাম আমার মনে তখন ঝোপের আড়ালে একটা কুকুরের প্রতিচ্ছবি ভাসছে আমি অনেকটাই নিশ্চিত এটা কুকুর তবে ঝোপ যে হারে নরছে, আমারও ভয় হচ্ছে ভালোই পাগলা টাগলা হলে কামড়ে দিতে পারে তাই লাঠি শক্ত করে ধরে এগোচ্ছি ঝোপের আড়ালে কুকুরটাকে দেখালেই শশীকে বোঝানো সম্ভব হবে যে ভয় নেই সামনে আর ঝোপের কাছে গিয়ে ঝোপ সরালাম..... সরিয়েই আমি একদম বিবস্ত্র অবস্থায় একটা মহিলার উপরে চরে বসে আমার থেকে একটু বড় একটা ছেলে মেতে আছে প্রকৃতির সবচাইতে আদিম খেলায় আমি ঝোপ সরাতেই ওরা একে উপরের উপর শুয়ে গা যতটুকু ঢাকা সম্ভব ঢেকে আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল আমি ততক্ষণে পিছনে ফিরে গিয়ে ঘুরতে গিয়েই দেখি ঠিক আমার পেছনে শশী ওর দুইই হাত দিয়ে মুখ চেপে ধরে অবাক বিস্ময়ে ওদের দিকে তাকিয়ে আছে...
 
Like Reply


Messages In This Thread
RE: সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi - by ddey333 - 05-11-2022, 11:34 AM



Users browsing this thread: 5 Guest(s)