04-11-2022, 11:17 PM
(04-11-2022, 07:45 PM)Baban Wrote: শুরুতে এক অদ্ভুত ভয় লাগার মুহুর্ত আর তারপরে ভালোবাসার মানুষের একে ওপরের প্রতি কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা প্রকাশ আবার এক অদ্ভুত রহস্য ঘেরা মুহুর্ত আর সবশেষে এক অসাধারণ দৃশ্যর সাক্ষী হওয়া। কৌশিক ও মমতাময়ী মমতা দেবীর ওই মুহূর্ত সবকিছু হারিয়ে জিতে নিলো পর্বের মূল আকর্ষণ। ♥️
হুম পর্বের সব আলো কেড়ে নিয়েছে কৌশিক আর তার মায়ের কথোপকথন।
আগের তিনটা প্যারায় যে স্বাদ টুকু পাওয়া যাবে সেটাই এক গ্রাসে নিজের করে নিলো কৌশিক আর মমতা।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।