04-11-2022, 10:43 PM
(04-11-2022, 09:39 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: আমি ঘোর গোলকধাঁধায় ফাঁসিয়া গিয়াছি। গোগোলের বাহির হইবার ভার নাহয় স্রষ্টা লহিয়াছেন, আমার বাহির হওয়া বোধকরি কালের হাতে রাখা ভিন্ন উপায় নাই।
উপন্যাসটি এই সবে শুরু করিয়াছি। অন্যদিকে উপন্যাস উত্তর কালে চলিয়া গিয়াছে! আমি এক অধ্যায় যাইতেছি উপন্যাস তিন অধ্যায় আগাইয়া যাইতেছে। সর্ব্বত্র একই অবস্থা। হে বুম্বা আপনি আমারে কঠিন ধর্ম্মসঙ্কটে ফেলিয়া দিয়াছেন!
চিন্তার কোনো কারণ নাই বন্ধুবর, ছোট্ট ছোট্ট পায়ে চলিতে চলিতে আমার বর্তমান অধ্যায়টিকে ঠিক ধরিয়া ফেলিতে পারিবেন .. এটাই আমার বিশ্বাস।