04-11-2022, 09:27 PM
(04-11-2022, 10:09 AM)sairaali111 Wrote:এতাবৎকাল বঙ্গবাসী এবং বঙ্গভাষী একজোড়া '' শর্ম্মা ''কেই চিনিত । প্রথমজন 'ভীষ্মলোচন' এবং পরবর্তীজন 'ঈশ্বরচন্দ্র' । - এক্ষণে আবির্ভূত - তৃতীয়জন । তাঁহার লেখনি ইতোমধ্যেই প্রমাণ করিয়াছে যে তিনি শর্ম্মার ক্রমবিচারে 'থার্ড' পার্সন হইতে পারেন কিন্তু কদাপি ''সিঙ্গুলার নাম্বার'' নহেন । 'মহা-বীর্য'গণ তাহা হইতেই পারেন না । এ ক্ষেত্রে ''গণ'' কথাটি গৌরবে বহুবচন অবশ্যই । . . . মহাশয় , কানা কুক্কুরী যেমন ভাতের প্রত্যাশী নহে , সামান্য 'মাড়' পাইলেই সন্তুষ্ট - তদনুরূপ এই 'বিচ' সায়রা আলী-ও ''রেপু'' নহে - মতামত-মন্তব্য-কাঙালী । সে মতামত-ও যে ''পৃষ্ঠ কন্ডুয়ন'' হইবে তাহা নহে - সমালোচনার কঠোর-কুলিশ দিগ্-নির্দেশনাও হইতে পারে । - অলমিতি । সালাম শর্ম্মাজী ।
ঈশ্বরচন্দ্র ও ভীষ্মলোচনের সহিত আমার মত এক তুচ্ছের তুলনা করিয়া আপনি রাজা ভোজ ও গঙ্গু তেলীকে এক করিয়া দিলেন সায়রা দেবী! এই জন্ম দূরে থাকুক আগামী সহস্রবারও যদি এই মহান বঙ্গের সন্তান হইবার পরমভাগ্য এই অধম পায় তথাপি উঁহাদের নখযোগ্য হইব না! ভীষ্মলোচন একদা দিল্লী হইতে বার্মা অব্দি যে গানের গুঁতো দিয়াছিলেন তাহার নিনাদে ব্রহ্মদেশ মায়ানমার হইয়া গেল!
অতি অবশ্যই দিব। মন্তব্য করিয়া করিয়া আপনারে তিতিবিরক্ত করিয়া দিব কিন্তু মন্তব্য করিতে থামিব না। বঙ্গবাসী হওয়ার সুবাদে মাথায় বড় হইয়াছি কিন্তু বহরে ছোট। সুতরাং, আলোচনা করা তো আমাদিগের জন্মগত অধিকারের মধ্যে পড়িয়া থাকে, সত্য কহিতে, সমালোচনা করা তো বাঙ্গালী মায়ের গর্ভে থাকাকালীনই শিখিয়া যায়। বিশ্বাস না হইলে কোনদিন চায়ের ঠেকে গিয়া দেখিবেন, যে ব্যক্তি জীবনে ফুটবলে পা ছোঁয়ায় নাই সেও ডার্বিতে মোহনবাগানের কোথায় ভুল হইয়াছিল, ইস্টবেঙ্গল কেন হারিয়া গেল তাহার সুচিন্তিতভাবে গবেষণাধর্ম্মী মতামত জানাইতেছে!
ভাল থাকিবেন, লিখিতে থাকিবেন শনিবার রবিবার আসিতে থাকিব আর আপনারে জ্বালাইতে থাকিব। সালাম আপনারেও সায়রা দেবী।


![[Image: 20230923-133529.png]](https://i.ibb.co/7GCXz9x/20230923-133529.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)