04-11-2022, 10:09 AM
(03-11-2022, 08:24 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: নেহাৎ রেপু শেষ হইয়া গিয়াছে নহিলে রিপু জাগাইবার দণ্ড হেতু আপনারে চারিখানা রেপু দিতাম। পরদিবসে পুষাইয়া দিব
এতাবৎকাল বঙ্গবাসী এবং বঙ্গভাষী একজোড়া '' শর্ম্মা ''কেই চিনিত । প্রথমজন 'ভীষ্মলোচন' এবং পরবর্তীজন 'ঈশ্বরচন্দ্র' । - এক্ষণে আবির্ভূত - তৃতীয়জন । তাঁহার লেখনি ইতোমধ্যেই প্রমাণ করিয়াছে যে তিনি শর্ম্মার ক্রমবিচারে 'থার্ড' পার্সন হইতে পারেন কিন্তু কদাপি ''সিঙ্গুলার নাম্বার'' নহেন । 'মহা-বীর্য'গণ তাহা হইতেই পারেন না । এ ক্ষেত্রে ''গণ'' কথাটি গৌরবে বহুবচন অবশ্যই । . . . মহাশয় , কানা কুক্কুরী যেমন ভাতের প্রত্যাশী নহে , সামান্য 'মাড়' পাইলেই সন্তুষ্ট - তদনুরূপ এই 'বিচ' সায়রা আলী-ও ''রেপু'' নহে - মতামত-মন্তব্য-কাঙালী । সে মতামত-ও যে ''পৃষ্ঠ কন্ডুয়ন'' হইবে তাহা নহে - সমালোচনার কঠোর-কুলিশ দিগ্-নির্দেশনাও হইতে পারে । - অলমিতি । সালাম শর্ম্মাজী ।