03-11-2022, 11:11 PM
এই ফোরামে আমি শুধুই একজন পাঠক। যে সকল সম্মানিত লেখকদের লেখা পড়ে মনের প্রশান্তি হয় তাঁদের লাইক, রেপু, কমেন্ট করে কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করি। আর যাদের লেখা পড়ে ভালো লাগেনি, কিছুক্ষণ পড়ে অন্য গল্পে চলে গিয়েছি, কিন্তু কোন নেগেটিভ কমেন্ট করিনি। কারন, লেখক তাঁর মতো চেষ্টা করেছেন। ভবিষ্যতে হয়তো আরো ভালো লিখবেন। আমার তো সে যোগ্যতা ও নেই। বিনামূল্যে পড়তে এসে যারা আমার মতো শুধুমাত্র পাঠক, তারা লেখকদের কটাক্ষ করা কি শোভা পায়? সূর্যের চেয়ে বালি গরম বোধহয় একেই বলে।