Thread Rating:
  • 22 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi
#15
(পর্ব - )



সারাদিন পরিশ্রম করে (জীবনের প্রথম টিউশনি করালাম, তাও তিনটা একদিনে) বাসায় এসেই বিছানায় গা এলিয়ে দিলাম। তনিমার পর যে বাসায় পড়াতে গিয়েছিলাম সেই ছেলেটা বেশ মেধাবী, খুব বেশি ধরিয়েও দিতে হয়নি ওকে। এজন্য কিছুটা হলেও হাফ ছেড়ে বেচেছি। বাসায় আসার পথে অবশ্য এলাকার হামিদ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা হল। আমি আপাতত কিছু করছিনা শুনে জিমে জয়েন করার কথা বললেন। এখনি নাকি সময় - হ্যান-ত্যান আরও কত কিছু। শুনলাম শুধু। শেষে এও বললেন যে মেয়েরা খুবই পছন্দ করেন পেশিবহুল শরীর, মেদবিহিন পেট আরও কত কিছু। মনে মনে হেসেছি আর ওনার কথায় মাথা নাড়িয়েছি। কেননা প্রেম বা কোন মেয়ে সম্পর্কে আমার ধারণা অনেকটাই সিম্পল। কোন একটা বড়লোক ছেলের সুন্দরি প্রেমিকা হবে এটাই স্বাভাবিক তবে সেক্ষেত্রে সেই ছেলেটার প্রতি মেয়েটার প্রেম কতটুকু সত্যি তা ভেবে দেখবার বিষয়। কেননা, মেয়েরা সিকিউরিটি চায় আর এযুগে টাকার চাইতে বড় সিকিউরিটি আর কিই বা হতে পারে? তাই, টাকা দেখেই বেশিরভাগ মেয়েরা ভবিষ্যৎ সিকিউর করতে ঝুলে পরে বড়লোক ছেলেদের গলায়। ঠিক একই ভাবে, আমি বডি-টডি বানিয়ে একটা মেয়ের সামনে গেলে সে হয়ত আমার বডি দেখে প্রেমে পরে যাবে, কিন্তু তা তো আমি চাইনা! হঠাত করে জিমে যাওয়া ছেড়ে দিলে সেই বডি ধীরে ধীরে ছেড়ে দেবে, তখন সেই ভালোবাসার কি হবে? আমি কোন মেকি প্রলোভন দেখিয়ে আমার জীবনে কাউকে আনতে চাইনা, কখোনই না। তবে হ্যা, স্বাস্থ্য ভালো রাখার জন্য জিমে জয়েন করে হালকা ব্যায়াম করা যেতেই পারে। তাতে কোন ক্ষতি দেখছিনা। শুয়ে শুয়ে এসব ভাবছিলাম আর তখনই মা খেতে ডাকলেন। আমি ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেলাম।



------------------------------------



খাবার সময় মা আমার পাশের চেয়ারেই বসে থাকেন সব সময়। কখোনই আমি বাসার টেবিলে বসে খাচ্ছি আর মা পাশে বসে নেই এমনটি হয়নি। মা আমার খাবার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, আমার এটা ভালো লাগে। বরং কখনো যদি বাইরে কোথাও খেতে বসি তখনই সেই কথাগুলো শুনতে না পেয়ে ক্ষুদা মিটে যায় আমার। মা একনাগাড়ে কথা বলেই চলেছেন, তবে আজ তার কথা বলার একটা ফিক্সড টপিক রয়েছে -

মা - টিউশনি যে করাতে গেলি, খেতে দিয়েছে?
আমি - মা, আমি তো খেতে যাইনি!
মা - বা-রে! তোকে যখন তোর টিচাররা পড়াতে আসতেন তারা কি খেতে আসতেন? আমি কি তাদের খেতে দেইনি?
আমি - সবাই কি আর তোমার মত? অবশ্য এরকম করলে আমারই বিব্রত লাগতো হয়ত। সে হিসেবে ভালোই হয়েছে।

মা - তিন তিনটা বাসায় পড়ালি আজ, কেউ- কিছু খেতে দিলনা? এটাতো ভদ্রতারে।
আমি - আসলে সিথি আপা আজ ব্যস্ত ছিল আর তনিমার মা বাসায় ছিলনা। পরে যে ছেলেটাকে পড়ালাম ওর বড় আপুটা খুবই আন্তরিক, উনি কিছু খাব কি না জিজ্ঞেস করেছিলেন..
মা - মানুষের মাঝ থেকে ভদ্রতা উঠে যাচ্ছে দিন দিন! আচ্ছা, তনিমা মেয়েটাকে তোর ক্যামন লাগেরে?
আমি - কেমন লাগবে আবার?
মা - মানে আমি বলতে চাচ্ছি, মেয়েটা কিন্তু যথেষ্ট সুন্দর..
আমি - হয়তো..
মা - চোখ কি কানা নাকিরে তোর? সুন্দর একটা মেয়ে আর তুই বলছিস 'হয়তো'?!
আমি - মা, ওর বয়ফ্রেন্ড আছে।


মা এবার চুপ হয়ে যায়। তনিমাকে অনেক দিন আগে মা দেখেছিলেন আমার আর রাসেলের সাথে। মা হয়ত আমাদের কমন ফ্রেন্ড ভেবেছিলেন তনিমাকে। মা কিছুক্কণ চুপ করে থেকে হঠাত করে রাগে গজগজ করতে করতে উঠে যায় আমার পাশের চেয়ার থেকে,' টুকু মেয়ের আবার বয়ফ্রেন্ড! ফাইজলামির একটা লিমি....' ততক্ষনে আমারও খাওয়া শেষ, মায়ের চলে যাবার পথের দিকে তাকিয়ে মনে মনে হাসি আর হাত ধুতে যাই.. মা যেন পারলে সব সুন্দর মেয়েকেই আমার বউ বানিয়ে দেন!



------------------------------------

Like Reply


Messages In This Thread
RE: সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi - by ddey333 - 03-11-2022, 04:13 PM



Users browsing this thread: 1 Guest(s)