03-11-2022, 02:41 PM
(16-10-2022, 09:12 PM)nextpage Wrote:এক লেখকের শ্রেষ্ঠত্ত্ব তাঁহার লেখার প্রারম্ভ হইতেই বুঝা যায়। আপনার লেখনীর স্তম্ভ অনেক উঁচু। সৃষ্টির আপন খেয়ালে মত্ত রহিয়াছেন আর আমরা সেই প্রসাদ মহানন্দে গ্রহণ করিতেছি। মাধুরীর বিবরণও অপ্রতিম দিয়াছেন।পর্ব-১
সমাপ্তির আগের পৃষ্ঠা
ভোরের আলো এখনো সেই মত ফুটে ওঠেনি তবে সূর্য উঠার আগের পুবের আকাশ জুড়ে যেই রক্তিম আভা টুকু ছড়িয়ে পড়ে সেটার আলোয় হালকা রঙিন হয়ে উঠেছে চারদিক। দক্ষিণের পথ ধরে এক ঝাঁক নিশাচর পাখি দল বেঁধে ঘরে ফিরছে আর নিঃসঙ্গ ধ্রুবতারা টা এখনো জ্বল জ্বল করছে ঐ আকাশের বুকে। ভোরের এই সময়টা বড্ড শান্ত হয়ে থাকে চারপাশ অদ্ভুত এক শীতলতায় ঢেকে আছে সবকিছু কোন শোরগোল নেই নেই কোন যান্ত্রিক কোলাহল। তবে এমন ভূতুড়ে নীরবতা ভেঙে মাঝে মাঝে আশেপাশে গাছ গুলো থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। ঝিরিঝিরি বয়ে যাওয়া বাতাস টা গায়ে লাগলে শরীর জাড়িয়ে উঠে মনে প্রশান্তি ঢেউ বইতে থাকে জীবনে সঞ্চার হয় নতুন প্রাণশক্তির।