03-11-2022, 02:35 PM
(03-11-2022, 02:31 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: জীবনস্মৃতি সততঃ সবার সুখের হয় না কিন্তু তাহাতে কচ্চিৎ এমন সব ঘটনা লিপিবদ্ধ হইয়া যায় যাহা আমৃত্যু স্মৃত থাকে। এবং তাহা পুনঃ পুনঃ স্মরণ করিতেও ইচ্ছা জাগে। আপনার সঙ্গীত প্রতিভার কথা জানিয়াও চমৎকৃত হইলাম। যে রান্ধে সে যদি চুল বান্ধিতে পারে তবে যে লেখে সে গীতও গাহিতে পারে।
আপনি লিখিয়া চলুন, গীত শুনিবার সৌভাগ্য না হউক, পাঠ পঠিবার পরমভাগ্য তো থাকিবে। উহাই কম কীসে!
এই থ্রেডে একসে বরকে এক অসাধারণ সব ঘটনা কাহিনী ছড়া আছে। সময় করে পড়ে নিও। ছোটবেলা থেকে বড়োবেলা পুরো চক্কর দেওয়া হয়ে যাবে