03-11-2022, 02:04 PM
(11-03-2022, 10:56 PM)Baban Wrote: ১৮. দিলখুশ - বাবান
বান্টি - তোদের সবার মায়েরা আমায় দেখলেই আজকাল নিজেই এসে আদর করে গাল টিপে চুমু খায়...আর বাবার কথা জিজ্ঞেস করে আমায়.... এই তো কালকে তপুর মা বললো তোর বাবাকে বলিস একবার দুপুর বেলা আসতে.. কাজ আছে... তার আগের দিন পরশু দিন পিকলু তোর মাও বললো বিকেলের দিকে একবার বাবাকে পাঠাতে... আর সন্তু তোর মাও দুদিন আগেই আমায় পুকুর পারে ডেকে বললো আমার বাবার সাথে জরুরি কথা আছে ডেকে দিতে....কদিন আগে পল্টুর মাও.... কি কাজে যেন বাবাকে ডেকেছিল।
#বাবান
এই বান্টির পিতাকে আমি পূর্ব্বে মহাপুরুষ কহিয়াছিলাম উহা সম্পূর্ণ ভুল ছিল। উনি সাক্ষাৎ সিদ্ধপুরুষ যার কারণে সকল বিবাহিতরা ভাজাপুরুষ হইয়া যাইতেছে। ভয় হয় যেইহারে ইনি পরোপকার করিতেছেন নয় কোটির এই বঙ্গদেশ আঠারো কোটিতে পরিণত না হয়! নাহয় উনার একটা বড় কুতুবমিনার রহিয়াছে তাহা বলিয়া অজন্তা ইলোরা দেখিলেই প্রবেশ করিতে হইবে!