Thread Rating:
  • 22 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi
#14
এপর্যন্ত প্রায় এক দমে বলে আমি থেমে গেলাম। আমি সচরাচর রাগিনা তবে হঠাত করে যদি প্রচন্ড আপসেট হয়ে যাই তবে রাগ উঠতেও বেশি একটা সময় লাগেনা। তনিমাকে যে কথাগুলো বললাম তাতে বেশ খানিকটা ঝাজ প্রকাশ পেয়ে গিয়েছে। তনিমার দিকে তাকিয়ে দেখলাম, নিচের দিকে তাকিয়ে আছে। মুহুর্তে ওর কিছু বলার আছে কিনা সেটাই হয়ত ভাবছে। আমি মানুষের সাথে খারাপ আচরণ কখনোই করিনা, এটা আমার স্বভাব বিরোধী কাজ। তাই নিজের উপরে একটু রাগ হল। এখানে দোষ করলে শশী করেছে, তনিমাতো শুধু বিষয়টা সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিল। আর একদিক দিয়ে তনিমার মাধ্যমেইতো আমি জানতে পারলাম শশী এরকম উলটো পালটা কথা ছড়িয়ে বেড়াচ্ছে। শশীর সাথে ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার। হয়ত মেয়েটা না বুঝেই কি না কি বলছে আর পাশ থেকে তনিমা নিজের মত করে বুঝে যাচ্ছে। তবে সত্যিটা জানতে হলে শশী ছাড়া উপায় নেই। তবে সেটা পরে দেখা যাবে, এখন তনিমা মন খারাপ করলো কিনা সেটা দেখা দরকার।


আমি - সরি তনিমা.. আমি আসলে রাগ করে বলিনি কথাগুলো, আর তোমার উপর রাগ করারতো কোন কারণই নেই। আসলে হয় কি জানো, আমি দ্রুত কথা বলতে নিলে আমার কথা এমন ভানে বের হয় যেন মনে হয় আমি রেগে কথা বলছি.... তাই আসলে..

তনিমা - না না, আমি কিছুই মনে করিনি ভাইয়া। আমি শুধু ভয় পেলাম যে আমি বেশিই বললাম কি না..

আমি - আরে নাহ.. পাগল নাকি তুমি! তুমি আমার ছোট্ট বেলার বন্ধুর গার্লফ্রেন্ড, সেই হিসেবে আমারও ফ্রেন্ড.. আর ফ্রেন্ডরা কখনোই বেশি করেনা কিছু..

এই কথাটা শোনার পরেই তনিমার মুখটা যেন উজ্জ্বল হয়ে গেল। এমনিতেই সুন্দর তবে হঠাত করেই যেন ওকে আরও সুন্দর লাগছে! কি যেন, হয়ত মেয়েরা কোন কিছু নিয়ে খুশি হলে বা উত্তেজিত হলে এমনই হয়। বলল,

তনিমা - সত্যিই আমি আপনার ফ্রেন্ড?
আমি - হ্যা, কেন নও! এটাইতো স্বাভাবিক..
তনিমা - তাহলে আপনি কেন আমার সাথে যোগাযোগ করেন না?
আমি - কই?? করিতো..
তনিমা - আপনাকে তুমি করে বলি?

ওর বাচ্চা মানুষের মত চাহনি আর দিতেই হবে টাইপের আবদার শুনে মনে মনে হাসলাম। মেয়েটা কিউট অনেক।


আমি - অনুমতি চাইতে হবে তোমার?
তনিমা - আচ্ছা তুমি সব সময় এমন গুছিয়ে কথা বলো নাকি শুধু মেয়েদের সামনে?
আমি - তোমার কি মনে হয়?
তনিমা - বা-রে! আমার কি মনে হবে? আমিতো তোমার সম্পর্কে খুবই কম জানি..
আমি - আমি আসলে কথা খুবই কম বলি। আর আমি কীভাবে কথা বলি সেটাতো আমি জানিনা.. সেটা তোমরা বুঝবে। তবে সম্ভবত আমি সবসময়ই এভাবে কথা বলি।

তনিমা - হুম! তোমার কথা সুন্দর.. যে কোন মেয়ে তোমার কথা বলার ধরণ শুনেই পাগল হয়ে প্রেমে পরে যাবে।
আমি - হয়েছে! আপনাকে প্রেম নিয়ে গবেষণা করতে হবেনা। আমাকে অংকগুলো দেখতে দিন..

তনিমা গুণগুণ করে গান গাইছে খুবই ধীরে আর আমি খাতা দেখছি। এমন সময় তনিমা আবার বলে উঠলো, 'আমাকে তোমার কেমন লাগে?' আমি অবাক হলাম.. এর উত্তর কীভাবে দেব আমার জানা নেই।


আমি - তুমি মেয়েটা অনেক ভালো, সুন্দর।
তনিমা - ব্যাস?
আমি - হুম.. একটা মানুষ ভালো আর সুন্দরইতো হয়..
তনিমা - আর কিছু হয়না?
আমি - জানিনাতো..
তনিমা - তাহলে হয় তোমার বন্ধু বা তুমি, যে কোন একজন আমায় মিথ্যে বলছ।

আমি - যেমন?
তনিমা - এই যে, তুমি আমাকে বলছ 'ভালো আর সুন্দর', আর তোমার বন্ধু বলে 'কিউট আর সে...'!

তনিমা থেমে যায়, ফর্সা গালে লাল আভাও দেখতে পাই। আমি হাসি। বললাম,

আমি - আচ্ছা! না, ওটাও ঠিক। কিন্তু তোমার বয়ফ্রেন্ড তোমাকে যেভাবে, যে দৃষ্টিকোণ থেকে দেখবে আর যেভাবে ডেসক্রাইব করবে তা তো আমরা করতে পারব না তাইনা?
তনিমা - কেন?
আমি - হইছে! আপনাকে এত ইনোসেন্ট সাজতে হবেনা। কেন সেটা আপনি ভালো করেই জানেন..!

তনিমা মিচকি মিচকি হাসছে। আমিও হয়ত ওর সাথে এসব এলোমেলো আলাপে বেশ মজাই পাচ্ছিলাম তবে মনের কোথাও, কোন এক জায়গায় কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছিল। আমি জানিনা কেন, তবে বার বার মনে হচ্ছিল আমার ওর সাথে এতটা ফ্রেন্ডলি কথা বলাটাও ঠিক হচ্ছেনা। মন না আবার কখন কি ভেবে বসে কখন কি চিন্তা করে ফেলে কে জানে। তবে আমি দু:স্বপ্নেও বা কল্পনাতেও তনিমাকে নিয়ে কোন কথা চিন্তা করতে চাইনা.. কেননা, ওর সাথে আগে থেকেই আমার একটা সম্পর্কের জাল তৈরি হয়ে আছে। আর রাসেলও ওকে খুব ভালোবাসে.. তাই না ভালো চিন্তা, না খারাপ চিন্তা.. কোন চিন্তাই আমি করতে চাইনা তনিমাকে নিয়ে। তাই প্রসঙ্গ পাল্টালাম..

আমি - আচ্ছা বাসায় কেউ নেই?
তনিমা - নাহ! এই সময়টায় বাসায় কেউ থাকেনা.. মা তো অফিসে থাকে, বাবাও। আর আপুর ক্লাস থাকে। তাই দুপুর আর বিকেলের এই সময়টায় আমি একাই থাকি।

আমি - ওহ সরি.. আচ্ছা তাহলে আমি সময়টা চেঞ্জ করি। খালি বাসায় এসে পড়ানোটা কেমন দেখায় যেন..
তনিমা - না না.. কোন সমস্যা নেই। রাসেলতো এই সময়েই আসত..
আমি - খালি বাসায়?!?!?!?!
তনিমা - হ্যা.. আরও বলত খালি বাসাতেই যেন বেশি ভালো..

আমি মাঝে মাঝে বড্ড বোকামি করে ফেলি। কিছু সময় সম্ভবত আমার কথা বুঝতে সময় লাগে! নইলে কি আর বোকার মত প্রশ্ন করে বসি,

আমি - কেন?


প্রশ্ন করেই আমি বুঝে গিয়েছি প্রশ্নটা করা উচিত হয়নি। তনিমা মাথা নিচু করে বসে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর নাক ঘেমেও উঠেছে। অনেক ফালতু একটা অবস্থায় ফেলে দিয়েছি আমি, দুজনকেই! আর দোষ যখন আমার তাই আমিই সীদ্ধান্ত নিলাম পরিস্থিতি সামলে নেবার আর সে সময়ে হয়ত এর চাইতে বেশি বলারও কিছু ছিলনা আমার..

আমি - তনিমা, অংকগুলো দেখলাম। একটাও ভুল হয়নি। চমৎকার। আজ আর তোমাকে না করাই, আরেকটা টিউশনও আছে। আজ ওখানেও যাব।

তনিমা - আচ্ছা ভাইয়া, সমস্যা নেই।


আমি আরর বেশি সময় নষ্ট করলাম না! বেশ কিছু বাজে পরিস্থিতির সামনা সামনি হতে হয়েছে পরপর। নিজেকে ধাতস্থ করতে হবে আগে। এছাড়াও খালি বাসায় রাসেলের আগমন কথাটা আমাকে কিছুটা উত্তেজিত করে তুলেছিল। এটাও একটা বিশ্রি ব্যপার, এখন অপরাধ বোধ কাজ করছে। কেপেই চলছে ভেতরের নিতিমালা সংরক্ষনের বিভাগটা যেন। তাই বিলম্ব না করে আমি উঠে পড়লাম। তনিমার সামনে থেকে সরে যেতে হবে আমাকে, যত দ্রুত সম্ভব!

[+] 5 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi - by ddey333 - 03-11-2022, 02:03 PM



Users browsing this thread: 1 Guest(s)