03-11-2022, 01:39 PM
ঝাঁঝখানি স্বল্প নয় বরং সঠিক মাত্রায় আছে। ইহা ঠিকঠাক চলিলে আর দেখিতে হইবে না, বাংলা রসসাহিত্যে এক অমূল্য রত্ন সংযুক্ত হইবে। আপনি সাধারণ নহেন, খোদ অনঙ্গদেব রসতীর্থ! চরিত্র সমুদায়ের নামকরণে যে মুন্সীয়ানা দেখাইয়াছেন (কাটা, ফাটা, মোচাদা প্রমুখ) তাহাতেই এ কাহিনী প্রাণবন্ত হইয়াছে। 'আদিরসের রম্যকাহিনী!' সচরাচর লেখককূল এই দূরহ কার্য্যে ব্রতী হন না কারণ হাসির উদ্রেক করা সকলের কম্ম নহে। আপনি প্রারম্ভেই সেই অসাধ্য সাধন করিয়াছেন। এই অধম মহাবীর্য্য আপনার তুলিকে দণ্ডবৎ জানাইতেছে।