Thread Rating:
  • 22 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi
#11
(পর্ব-০৫)



তনিমার খাতা দেখছি। অংকগুলো শেষ করেই আমার কাছে এসে দাঁড়িয়েছিল। ক্ষনিকের জন্য থমকে গেলেও সাত-পাচ বলে আমার প্রচেষ্টা আড়াল করতে সক্ষম হয়েছি। অন্তত আমার মনে হচ্ছে কিছু বুঝতে পারেনি। সেলফের ঘটনাটা কাটিয়ে উঠতে পারলেও বুকের মাঝের ধুকপুকানি এখনও বিদ্যমান! যদি দেখে ফেলত! আমিতো লজ্জায় পেতামই, তনিমাও হয়তো এরপর থেকে পুরোটা সময় বিব্রত ফিল করত। এরকম ভাবছি আর খাতা দেখে চলছি। হঠাত তনিমা বলে উঠল..

তনিমা - আচ্ছা ভাইয়া, শশীর সাথে আপনার এখন কথা হয়?

আবারো সেই শশী! নাহ, মেয়েটার কথা যতই মাথা থেকে বের করে ফেলতে চাই ততই তনিমা ওর প্রসঙ্গ টেনে আনে! মহা মুশকিল। আমি খাতা থেকে চোখ না তুলেই উত্তর দিলাম..

আমি - নাহ..
তনিমা - সে কি? কেন?
আমি - আমি এখন কারও সাথেই আর খুব একটা যোগাযোগ করিনা, ফোনে কথা বলাটা আমার কাছে বিরক্ত লাগে।

তনিমা - কারও সাথেই কথা বলেন না বুঝলাম, তাই বলে ওর সাথেও?
আমি - হ্যা, কেন নয়? সবার মধ্যেতো ওউ পড়ে তাইনা?
তনিমা - আপনি কেমন মানুষ বলুনতো? মানুষ সারা দুনিয়া এক পাশে রাখে আর গার্লফ্রেন্ডকে এক পাশে রাখে! আর আপনি নিজের গার্লফ্রেন্ডকেও সবার সাথে তুলনা করছেন?

আমি কিছুটা অবাক এবং বিরক্ত হয়েই ওর দিকে তাকালাম এবার।


আমি - গার্লফ্রেন্ড?
তনিমা - হ্যা!
আমি - কে?
তনিমা - আহা! ভাজা মাছটি যেন ভাইয়া উলটে খেতে জানেনা! শশী আর আপনার সম্পর্কের কথা আমি জানি..
আমি - দেখ, কোথাও কোন ভুল হচ্ছে। আমার আর শশীর মাঝে কোন সম্পর্ক নেই, আমরা একটা সময় ফোনে যোগাযোগ করতাম এবং সেটা খুবই কম.. আমরা ফোনে সম্ভবত এক সপ্তাহও যোগাযোগ করিনি.. বা তার চাইতেও কিছুটা কম হবে..
তনিমা - ভাইয়া, কেন লুকোচ্ছেন? আমার আর রাসেলের সম্পর্কের কথা কি আমরা কখনো লুকিয়েছি বলুন?
তনিমা - আমি সত্যিই বলছি..
তনিমা - যাহ! মিথ্যুক.. গার্লফ্রেন্ড না হলে কি কেউ ফোন সে..

এটুকু বলেই তনিমা ধুম করে থেমে গেল। রুমটা যেন হঠাত করেই একদম ফাকা হয়ে গিয়েছে। আমি বোধহয় আজ সত্যিই বোবা হয়ে যাব। শশী তনিমাকে এসব কি বলেছে? আমি ওর সাথে কখনোই ফোন সেক্স করিনি। কেন করব? আমি ওকে সত্যিই বন্ধু ভাবতাম, আর যখন বুঝতে পারলাম আমরা ফোনে বন্ধুত্বের সিমা ছাড়িয়ে এক নিষিদ্ধ জগতে পা রাখছি ঠিক সেই মুহুর্তেই আমি যোগাযোগ বন্ধ করে দেই। বন্ধ মানে বন্ধ, এমনকি সিমও চেঞ্জ করে ফেলেছিলাম। কেননা আমি আমার সিমা ছাড়াতে চাইনি, আমি কোন সম্পর্কের মায়াজালে বাধতে চাইনি নিজেকে। কিন্তু তনিমা এসব কি বলছে? শশীকে যতটুকু চিনি ওতো বাড়িয়ে বলার মত মেয়ে নয়। আর যদি এত কিছুও শেয়ার করে থাকে তবে এটাও স্পেসিফিকলিই শেয়ার করার কথা যে টানা মাস হতে চলল আমাদের মধ্যে কোন যোগাযোগ নেই। কিন্তু তনিমার কথা শুনে আমার এখন ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আমি যা করিনি, আমি ওর যা নই কেন তাই বলে বেড়াবে এভাবে? কোন দিক দিয়ে এটা সঠিক কেনই বা এমনটা করবে? এতে কি লাভ শশীর?

আমি - শশী বলেছে নিজে এই কথা?
তনিমা - (আমতা আমতা করছে) কোন কথা ভাইয়া?
আমি - তুমি যা বলত্ব নিয়ে থেমে গেলে..
তনিমা - না মানে.. সরাসরি এটা বলেনি কিন্তু..
আমি - আচ্ছা থাক, আমার জানতে হবেনা। তবে তুমি যেহেতু এক পক্ষের কথা শুনেই নিয়েছ তখন আরেক পক্ষ কেনই বা নির্বিকার থাকবে? আমিও বলছি শোনো.. ফ্রাংকলি বলি.. আমি ওর সাথে কথা বলতাম। কথা বেশিই বলা হয়ে গিয়েছিল আর বেশি কথা বলার যা ফল.. সব প্রয়োজনীয় কথা শেষে কাজের কথা খুঁজে না পেলে এলোমেলো কথার সৃষ্টি হয়। আমাদের মধ্যেও এমন হয়েছিল। আমরা কিছু সেক্সুয়াল ম্যাটার নিয়ে আলাপ করতে শুরু করেছিলাম, আর সেটা পার্সোনাল দিকে ঘুরে যেতেও সময় নেয়নি। তবে আমি যখনই বুঝতে পারলাম যে আমি একদমই উচিত করছিনা তখন আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দেই। কেননা, কোন কিছুর সিমা অতিক্রম করাই আমার কাছে ফালতু ব্যাপার। আমি চাইনি ওর সাথে এসব ব্যাপারে জড়িয়ে যেতে। ব্যাস। এটুকুই ছিম আমাদের মধ্যে, এখন এটাকেই যদি তুমি ঐটা মিন করো বা শশী যদি মনে করে ফোনে কিছু বিষয় নিয়ে আলাপ করাটাই ফোন সেক্স করা তবে ওর জানার ভুল আছে।
[+] 4 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi - by ddey333 - 03-11-2022, 12:15 PM



Users browsing this thread: 1 Guest(s)