03-11-2022, 11:36 AM
আমি সঠিক জানিনে, তবে একজন মানবীকে (হোক না যতই সে গণিকা!) ঘোটকী করিয়া 'চাবুক মারিতে মারিতে' একজন সম্ভোগ করিবে শুধুমাত্র সে সাবেক সহিস ছিল বলিয়া ইহা মানিয়া লওয়া বড়ই সুকঠিন। কিন্তু, এই কাহিনী যদিও বা কেবল এক কল্পিত ঘটনার বিম্বচিত্র দর্শিয়াছে তথাপী ইহাও সত্য যে শিবনাথের মত নরাধম দেশ-দেশান্তরে যুগাদিকালে রহিয়াছে। ইহারা ঘোর পাপিষ্ঠ। নিজ বিকৃত মানসিকতা চরিতার্থ করিবা হেতু ইহারা অন্যেরে নিপীড়ন করিয়া থাকে।
শেষাংশ অবশ্যই শিহরণ জাগাইয়াছে। আপনার লেখনীর ক্ষুরধার লহিয়া কিছু বলিবার যোগ্যতা এই অধম মহাবীর্য্যের নাই। তবে এইটুকু কহিতে পারি, এই ফোরামে অদ্যাবধি আসা ইস্তক ইহা সম্ভবতঃ আমা পঠিত সর্ব্বশ্রেষ্ঠ শিহরণ কাহিনীর মধ্যে পড়িবে।
শেষাংশ অবশ্যই শিহরণ জাগাইয়াছে। আপনার লেখনীর ক্ষুরধার লহিয়া কিছু বলিবার যোগ্যতা এই অধম মহাবীর্য্যের নাই। তবে এইটুকু কহিতে পারি, এই ফোরামে অদ্যাবধি আসা ইস্তক ইহা সম্ভবতঃ আমা পঠিত সর্ব্বশ্রেষ্ঠ শিহরণ কাহিনীর মধ্যে পড়িবে।