03-11-2022, 10:50 AM
(This post was last modified: 03-11-2022, 10:50 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-11-2022, 11:40 PM)scentof2019 Wrote: "যে প্রেয়সীর বিদায়ে বিরহী ক্রন্দনে বুক ফেটে যায়, সেই প্রেয়সীই বলে ভালবাসা ছিলো বলেই তো আজ দীর্ঘসময় অপেক্ষার নিত্য আসা-যাওয়া। সে বলে প্রেম! সে তো আছে সারা দেহ জুড়ে, তার অদৃশ্য শিহরণে কেঁপে ওঠে অলিন্দ-নিলয়। বুক পাঁজরের ব্যাথাটাও একটু একটু করে উর্ধ্ব গগনে বিলাপ করে। যে নারীর প্রথম স্পর্শে তার মতো আনকোরা কবির প্রথম কবিতার দাবানল প্রবল বেগে ছুটে চলে, সেই নারীই বলে কবিতার মাল্যে তাকে পরাও অসম্ভব ব্যাকুলতারর সমাপ্তিকথন। হিয়া বলে 'এ্যাই শুনছো তুমি অসমাপ্ত কাব্যে জুড়ে দিও মিলনতিথির আতশবাজি। স্বপ্নগুলোর পাখায় জুড়ে দিও যৌবনের প্রথম প্রেমের ব্যাকুলতা।' যে নারীর ছায়ায় জাগে প্রেম পত্রের দীর্ঘ রচনা। সেই নারীই বলে রচনার শৈলীতে আকাশে ঝড়াও তারার কথোপকথন। রৌদ্রের রুপালী ভোরে বেদনার প্রলেপে মাখাও স্মৃতির রোমন্থন। হিয়া বলে তার প্রেমে অমাবস্যায় জাগে মধু পূর্ণিমা, শ্রাবণে ঝড়ায় প্রেম তৃষ্ণা, বাঁশীর সুরে জাগে ভালবাসার বিনিদ্র রজনী। যে মনের মানুষের বিদায়ে বিরহী যাপনে কাটে অসমাপ্ত প্রহর, সেই মনের মানুষই দিলো নির্বাসিত জীবনে যোজন যোজন অমাবস্যা।"
দাদা এই শব্দগুলো পুরো গভীরে গিয়ে লাগলো, অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন।।। তাকে ভুলিনি আজও, ভুলবো না কখনো, প্রতিদিন প্রতিক্ষণ প্রতিমুহূর্তে সে জড়িয়ে আছে, থাকে ও থাকবে সর্বদা।।।
প্রেমেই হোক বা কর্মক্ষেত্রে .. জীবনে ব্যর্থতা না থাকলে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা যায় না।
অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন আর পড়তে থাকুন