02-11-2022, 11:59 PM
শত ব্যস্ততার মাঝে মুম্বাইয়ের প্রথম এক মাস ভালই কেটে গেল। ভাড়ার ফ্ল্যাট মোটামুটি গোছানো হয়ে গেছে, যা যা কেনার কিনে ফেলেছি। কিন্তু কিছুদিন পর থেকেই উইকেন্ড গুলোতে বড় ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। ঘরে বসে থাকতে বা ঘরের কাজ করতে আমার ভালো লাগেনা, আর একা একা ঘুরে বেড়ানোর কোন অভ্যাস নেই। অফিসে কোন বন্ধুও হয় নি যার সাথে উইকেন্ডে ঘোরাঘুরি করা যায়। অফিসে সমবয়সী যারা আছে তারা আমার থেকে অনেক জুনিয়ার, আর আমি যাদের সাথে কাজ করি সেই চল্লিশোর্ধ জনগণের সাথে কাজের বাইরে অন্য কোন কথা হয় না।
কিছুদিন ধরেই ভাবছিলাম একা একা কোথাও ঘুরে আসি। কিছু প্ল্যানিং ও করেছিলাম, কোথায় যাব , কি করে যাব, কোথায় থাকবো ইত্যাদি ইত্যাদি। এসব প্ল্যান করতাম, আবার ভাবতাম এত প্ল্যান করছিই বা কেন। শুক্রবার রাতে ঠিক করে অনেক উইকেন্ড ট্রিপ তো আমি করেছি। আমি জোকা থেকে গাড়ি দিয়ে যেতাম আর সুমন খড়গপুর থেকে ওর বুলেট টা নিয়ে চলে আসতো। এখানে নিজের গাড়ি নেই তো কি, ট্রেন বাস ট্যাক্সি তো আছে।
একদিন শনিবার খুব সকালবেলা ঘুম ভেঙে গেল। হঠাৎ ঠিক করলাম আজকেই যাব, এখনই যাব। ওয়েস্টার্ন ঘাটের অনেক জায়গা সম্পর্কে অনেক পড়াশুনা করেছি। ট্রেনে করেই যাবো আর কোথাও না কোথাও থাকার জায়গা ঠিক পেয়ে যাব। যেমন ভাবা তেমনি কাজ। খুব তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিলাম, একটা অটো নিয়ে ঠানে স্টেশন আর সেখান থেকে ট্রেন।
টিকিট না কেটে ট্রেনে উঠে পড়লাম। যথারীতি টিকিট চেকার এলেন, আমি করুণ মুখ করে বললাম টিকিট নেই। ফাইন দিয়ে একটা টিকিটের ব্যবস্থা হয়েও গেল। আর ভাইয়া বলে ডেকে আর অল্প হেসে একটা জানলার ধারের সিটও পেয়ে গেলাম। 'ভাইয়া' দু'একবার আড় চোখে আমার দিকে তাকাচ্ছিল বটে কিন্তু আমি তো আর খুকি নই যে তাতে কিছু মনে করব। জানলার ধার দরকার ছিল, পেয়ে গেছি।
কিছুদিন ধরেই ভাবছিলাম একা একা কোথাও ঘুরে আসি। কিছু প্ল্যানিং ও করেছিলাম, কোথায় যাব , কি করে যাব, কোথায় থাকবো ইত্যাদি ইত্যাদি। এসব প্ল্যান করতাম, আবার ভাবতাম এত প্ল্যান করছিই বা কেন। শুক্রবার রাতে ঠিক করে অনেক উইকেন্ড ট্রিপ তো আমি করেছি। আমি জোকা থেকে গাড়ি দিয়ে যেতাম আর সুমন খড়গপুর থেকে ওর বুলেট টা নিয়ে চলে আসতো। এখানে নিজের গাড়ি নেই তো কি, ট্রেন বাস ট্যাক্সি তো আছে।
একদিন শনিবার খুব সকালবেলা ঘুম ভেঙে গেল। হঠাৎ ঠিক করলাম আজকেই যাব, এখনই যাব। ওয়েস্টার্ন ঘাটের অনেক জায়গা সম্পর্কে অনেক পড়াশুনা করেছি। ট্রেনে করেই যাবো আর কোথাও না কোথাও থাকার জায়গা ঠিক পেয়ে যাব। যেমন ভাবা তেমনি কাজ। খুব তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিলাম, একটা অটো নিয়ে ঠানে স্টেশন আর সেখান থেকে ট্রেন।
টিকিট না কেটে ট্রেনে উঠে পড়লাম। যথারীতি টিকিট চেকার এলেন, আমি করুণ মুখ করে বললাম টিকিট নেই। ফাইন দিয়ে একটা টিকিটের ব্যবস্থা হয়েও গেল। আর ভাইয়া বলে ডেকে আর অল্প হেসে একটা জানলার ধারের সিটও পেয়ে গেলাম। 'ভাইয়া' দু'একবার আড় চোখে আমার দিকে তাকাচ্ছিল বটে কিন্তু আমি তো আর খুকি নই যে তাতে কিছু মনে করব। জানলার ধার দরকার ছিল, পেয়ে গেছি।
অতসী বন্দোপাধ্যায়