02-11-2022, 11:52 PM
(02-11-2022, 11:06 PM)Jupiter10 Wrote: সহমত।আরেকটা উদাহরণ তোমার "অন্তরতমা" গল্পটার ক্ষেত্রে বলা যেতে পারে। গল্পের লেখকের নাম মনে করতে পারছিনা তবে গল্পটার নাম মনে আছে। খুবই সুন্দর একটা গল্প। পড়লেই কোথাই যেন হারিয়ে যাই। মনকে নাড়িয়ে দেয়।
এই গল্পের ক্ষেত্রে বলবো। পুরোনো গসিপে "শৃগাঙ্ক" নামক একজন মহাশয় আপলোড করেছিলেন। যদিও তিনি লেখককে পুরো ক্রেডিট দিয়েছিলেন। সেই সময় "বর্ষেস" র মতো তাবড় লেখকও এই লেখার প্রশংসা করেছিলেন।
শ্রী মোহনদাস সিংহ মহাশয়ের বিষয়ে তুমি আরও ভালো জানো। আর আমিও।
কই আর জানলাম তেমন ভালোভাবে? মোহনদাস সিং দাদা তো সেই সুযোগটা ভালোভাবে পাঠককে দিলেন না এতো অনুরোধ করে বলার পরেও। সবাই তো চায় তিনি ফিরে এসে আবার এই "পূজনীয় মা" গল্পটাকে এগিয়ে নিন কিন্তু তিনি এক দশকেও সময় করে উঠতে পারলেন না। পাঠকেরাও বঞ্চিত হলো তার অমর এক সাহিত্যের শেষ দেখা থেকে।
আমি মনে করি যদি গল্পটাকে তিনি সম্পন্ন করতেন তাহলে শ্রীমতি rubysen নিজেও আনন্দিত হতেন যে দু দশক আগে লেখা তার সৃষ্টি কে পাঠক আজো স্মরণে রেখেছে!