02-11-2022, 11:30 PM
তমাল দা ইন্টারনেটে আপনার সবগুলো লেখাই মোটামুটি পড়া হয়েছে অনেকদিন আগেই। কিছু কিছু গল্প কয়েকবার করেও পড়া হয়েছে, আপনার গল্পের ইরোটিক পার্টগুলো থেকেও গল্পের কাহিনী, চরিত্র গুলোর প্রতি বেশি ভালো লাগা কাজ করে । এই গল্পেরই শালিণী ,কুহেলী আর গার্গী তিন ভিন্ন ভিন্ন চরিত্র সমান একটা টান সৃষ্টি করেছে টিল নাও এরা মনে গেথে আছে। আশা করেছিলাম শালিণী, কুহেলি, গার্গী কে নিয়ে আরও কিছু পর্ব থাকবে কিন্তু গল্পেরও একটা শেষ থাকে এটা মেনে নিয়েছি। পাঠক হিসেবে একটা আবদার করব, এই চরিত্র গুলোকে আবার নতুন রুওয়ে ফিরে পেতে চাই ?। সাথে পৃথাদিকেও, পৃথাদিকে অনেক দিন মিস করি। প্লিজ এই চরিত্র গুলোর সমন্বয়ে নতুন একটা গলপ এই ফোরামে লিখবেন। অপেক্ষায় থাকব