Thread Rating:
  • 68 Vote(s) - 4.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
পূজনীয়া মা by শ্রী মোহনদাস সিংহ
#70
(02-11-2022, 10:30 PM)a-man Wrote: সংজ্ঞা সঠিকভাবে দেয়াটা যথেষ্ট কঠিন। যে আসলে কালজয়ী কথাটা কেন এবং কিভাবে? 

কেন যেন আমার মনে হয় যে এমন একটা বিষয় যা কিনা কিছুটা বাতিক্রমীভাবে প্রথমবারে উপস্থাপন করা হয় এবং সেটা মানুষের মনে দীর্ঘদিন অবস্থান করে থাকে তাকেই মনে হয় বলা যেতে পারে এক কালজয়ী বিষয় বা উপন্যাস ইত্যাদি। 

যেমন ধরুন Sholay চলচিত্রটাকে বলিউডের এক কালজয়ী চলচিত্র বলা হয়ে থাকে যার আবেদন কিনা দর্শকের মন থেকে আজো যায়নি! কিন্তু পরবর্তী চার দশকে তো অসংখ্য বলিউডের চলচিত্র সেই Sholay এর চেয়ে অধিকমাত্রায় বেশি ব্যবসা সফল কিংবা দর্শক চাহিদা পেয়েছে কিন্তু সেই প্রায় পাঁচ দশক আগে মুক্তিপ্রাপ্ত Sholay কে অতিক্রম করতে সক্ষম হয়েছে কি? উত্তর - না। 
এমন একটা চলচিত্র যার কিনা প্রতিটি চরিত্রকে দর্শক তার মনিকোঠায় ধারণ করে রেখেছে! যা কিনা অন্য কোনো সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। 

এখন কথা হচ্ছে এই "পূজনীয় মা" যা কিনা শ্রীমতি rubysen এর Adorable Woman এর বাংলা ভাবানুবাদ যা কিনা তিনি লিখেছিলেন প্রায় দু দশক আগে, এতে এমন কি রয়েছে যে পাঠক পড়ার পরে আক্ষেপের শেষ থাকেনা যে কেন কি কারণে গল্পটা অসমাপ্ত অবস্থায় দীর্ঘদিন ঝুলে রয়েছে? 
আসলে এতে আছে যেমন এক কাব্যিক ভাষার ব্যবহার যা কিনা পাঠক কে বারবার গল্পটা পড়তে আকৃষ্ট করে আর পাঠক যেন মনের রুপালি পর্দায় দেখতে পায় চোখের সামনেই সবকিছু ঘটে চলেছে বিশেষ করে গ্রাম এবং শহুরে নারীদের উদোম মিলন সমারোহ যার উপরে ভিত্তি করেই গল্পের ধারাটা এগিয়ে চলে, আর সাথে রয়েছে এক লাজুক কিন্তু কামুক স্বভাবের সদ্য কৈশোর পেরেনো যুবকের গোপন অভিলাষ (যা কিনা coming of age এর সহজাত লক্ষণ) 

সত্যি বলতে কি কোনোকিছুই যথেষ্ট নয় বর্ণনার ক্ষেত্রে যে কেন এমন একটা গল্পকে পাঠক আজো ভুলতে পারেনি। আমি শুধু আমার নিজের মতামতটা ব্যাখ্যা করলাম এখানে।

সহমত।আরেকটা উদাহরণ তোমার "অন্তরতমা" গল্পটার ক্ষেত্রে বলা যেতে পারে। গল্পের লেখকের নাম মনে করতে পারছিনা তবে গল্পটার নাম মনে আছে। খুবই সুন্দর একটা গল্প। পড়লেই কোথাই যেন হারিয়ে যাই। মনকে নাড়িয়ে দেয়।

এই গল্পের ক্ষেত্রে বলবো। পুরোনো গসিপে "শৃগাঙ্ক" নামক একজন মহাশয় আপলোড করেছিলেন। যদিও তিনি লেখককে পুরো ক্রেডিট দিয়েছিলেন। সেই সময় "বর্ষেস" র মতো তাবড় লেখকও এই লেখার প্রশংসা করেছিলেন।

শ্রী মোহনদাস সিংহ মহাশয়ের বিষয়ে তুমি আরও ভালো জানো। আর আমিও। Smile



[+] 4 users Like Jupiter10's post
Like Reply


Messages In This Thread
RE: পূজনীয়া মা by শ্রী মোহনদাস সিংহ - by Jupiter10 - 02-11-2022, 11:06 PM



Users browsing this thread: 4 Guest(s)