02-11-2022, 10:40 PM
আমি বুঝলাম না এই শেফাটা কে আর আমি এসেছি সেটা শেফাকে জানানোরই বা দরকার কি। তবে নিজের এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হলনা আমাকে। আমি যখন মাসুদের দরজা দিয়ে ঢুকতে যাবো অমনি পর্দার ওপাশ থেকে একটা মেয়ে দরজা দিয়ে বের হয়ে এসে আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল, আরেকটু হলে হয়তোবা ধাক্কাই লেগে যেত। মেয়েটাকে দেখে আমি যেন পাথরের মুর্তি হয়ে গেলাম।
একটি সুন্দর মেয়ের সৌন্দর্যকে কীভাবে বর্ননা করতে হয় সে সম্পর্কে আমার জানা নেই। আর এমন সুন্দর কোন মেয়েকেও আমি আমার এজীবনে দেখিনি। পর্দার ওপাশ থেকেতো নয়, মনে হল যেন আকাশের মেঘের ভিতর থেকে মেঘের উপরে থাকা রাজ্যের কোন রাজকন্যা এসে দাঁড়াল আমার সামনে। চোখের পলকতো পড়া দূরের কথা, বিমোহিত মুগ্ধ আমি যে শ্বাস নিতে ভুলে গিয়েছি। কোথায় আছি, কেন আছি - এসব যেন সেই মুহুর্তটিতে বেমালুম ভুলে গিয়েছি। আমি শুধু দেখছি দুটি চোখ, কাজল কালো চোখ। যে চোখের স্বচ্ছতায় ডুব দিয়ে মরে গেলেও একটুও আফসোস হবেনা। এমন ঠোঁট... সত্যিই পৃথিবীর কারও কি হতে পারে? এ গায়ের রঙের নামও যেন আমার ডিকশনারির কোথাও লেখা নেই। হালকা গোলাপি, নাকি ফর্সা? কি নাম এই রঙের! এত সুন্দর মেয়েটা। আমার জীবন যেন দেখেই পূর্নতা পেয়ে গেল। মনের গহীন থেকে অচেনা কিছু চিৎকার করে বলছে, 'আমি পেয়েছি, আমি পেয়েছি'... কি পেয়েছে, কে পেয়েছে জানিনা! তবে সেই নিশ্চুপ চিৎকারেই যেন আমার হৃদ-স্পন্দন বেড়ে গিয়েছে বহুগুণে। ভয় হচ্ছে পাছে এই স্পন্দনের শব্দও না কেউ শুনে ফেলে।
কতক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিলাম জানিনা, আবারো আমাকে কল্পনার জগত থেকে টেনে নামানো হল যেন! পরীর মত পাথরে গড়া মুর্তি যেন জীবন্ত হয়ে আমার পাশ কাটিয়ে চলে গেল...। এতক্ষণ আমি একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম... কীসের আমি বলতে পারব না তবে মেয়েটা চলে যাবার পর সেই গন্ধটা আমি আর পেলাম না...। মেয়েটা চলে যাবার পর হঠাত করে সেই 'আমি পেয়েছি' চিৎকারটাও যেন থেমে গেল। বুকের ধুকপুকানিও নেই। হঠাত আমার চারপাশে দিনের আলোতেও অনেক কোলাহলের মাঝেও নেমে এল শূন্যতা... যে শূন্যতা খুব আপন কিছু হারানোর জন্য হৃদয়ে ক্ষতর সৃষ্টি করে। কিন্তু, আমিতো কিছু হারাইনি... তাহলে?! এত কষ্ট কেন হচ্ছে হঠাত! এসব ভাবতে ভাবতেই ঢুকে পড়লাম মাসুদের ঘরে। চেয়ারে বসে সম্ভবত প্যারাগ্রাফ লিখছে পিচ্চিটা, আমি ঢুকেছি এখনও বোঝেনি। আমি দরজায় দাঁড়িয়ে ঘরটায় চোখ বুলালাম, একটা সিঙ্গেল খাট, পাশে পড়ার টেবিল। এরপর জানালা, জানালার নিচে ছোট্ট একটি গোল কাচের অ্যাকুরিয়ামে দুটি গোল্ড-ফিশ, এর পাশেই একটি ওয়্যারড্রোব। ওয়্যারড্রবের উপর কলেজ ব্যাগ, কিছু বই আর... একটা ছবি রাখা! ছবি দেখে আমি আবারও থমকে গেলাম যেন। একটু আগের দেখা মেয়েটার গলা ধরা মাসুদের ছবি...! আবারো বুকের মাঝে সেই চিৎকার... 'আমি পেয়েছি... আমি পেয়েছি...'
একটি সুন্দর মেয়ের সৌন্দর্যকে কীভাবে বর্ননা করতে হয় সে সম্পর্কে আমার জানা নেই। আর এমন সুন্দর কোন মেয়েকেও আমি আমার এজীবনে দেখিনি। পর্দার ওপাশ থেকেতো নয়, মনে হল যেন আকাশের মেঘের ভিতর থেকে মেঘের উপরে থাকা রাজ্যের কোন রাজকন্যা এসে দাঁড়াল আমার সামনে। চোখের পলকতো পড়া দূরের কথা, বিমোহিত মুগ্ধ আমি যে শ্বাস নিতে ভুলে গিয়েছি। কোথায় আছি, কেন আছি - এসব যেন সেই মুহুর্তটিতে বেমালুম ভুলে গিয়েছি। আমি শুধু দেখছি দুটি চোখ, কাজল কালো চোখ। যে চোখের স্বচ্ছতায় ডুব দিয়ে মরে গেলেও একটুও আফসোস হবেনা। এমন ঠোঁট... সত্যিই পৃথিবীর কারও কি হতে পারে? এ গায়ের রঙের নামও যেন আমার ডিকশনারির কোথাও লেখা নেই। হালকা গোলাপি, নাকি ফর্সা? কি নাম এই রঙের! এত সুন্দর মেয়েটা। আমার জীবন যেন দেখেই পূর্নতা পেয়ে গেল। মনের গহীন থেকে অচেনা কিছু চিৎকার করে বলছে, 'আমি পেয়েছি, আমি পেয়েছি'... কি পেয়েছে, কে পেয়েছে জানিনা! তবে সেই নিশ্চুপ চিৎকারেই যেন আমার হৃদ-স্পন্দন বেড়ে গিয়েছে বহুগুণে। ভয় হচ্ছে পাছে এই স্পন্দনের শব্দও না কেউ শুনে ফেলে।
কতক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিলাম জানিনা, আবারো আমাকে কল্পনার জগত থেকে টেনে নামানো হল যেন! পরীর মত পাথরে গড়া মুর্তি যেন জীবন্ত হয়ে আমার পাশ কাটিয়ে চলে গেল...। এতক্ষণ আমি একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম... কীসের আমি বলতে পারব না তবে মেয়েটা চলে যাবার পর সেই গন্ধটা আমি আর পেলাম না...। মেয়েটা চলে যাবার পর হঠাত করে সেই 'আমি পেয়েছি' চিৎকারটাও যেন থেমে গেল। বুকের ধুকপুকানিও নেই। হঠাত আমার চারপাশে দিনের আলোতেও অনেক কোলাহলের মাঝেও নেমে এল শূন্যতা... যে শূন্যতা খুব আপন কিছু হারানোর জন্য হৃদয়ে ক্ষতর সৃষ্টি করে। কিন্তু, আমিতো কিছু হারাইনি... তাহলে?! এত কষ্ট কেন হচ্ছে হঠাত! এসব ভাবতে ভাবতেই ঢুকে পড়লাম মাসুদের ঘরে। চেয়ারে বসে সম্ভবত প্যারাগ্রাফ লিখছে পিচ্চিটা, আমি ঢুকেছি এখনও বোঝেনি। আমি দরজায় দাঁড়িয়ে ঘরটায় চোখ বুলালাম, একটা সিঙ্গেল খাট, পাশে পড়ার টেবিল। এরপর জানালা, জানালার নিচে ছোট্ট একটি গোল কাচের অ্যাকুরিয়ামে দুটি গোল্ড-ফিশ, এর পাশেই একটি ওয়্যারড্রোব। ওয়্যারড্রবের উপর কলেজ ব্যাগ, কিছু বই আর... একটা ছবি রাখা! ছবি দেখে আমি আবারও থমকে গেলাম যেন। একটু আগের দেখা মেয়েটার গলা ধরা মাসুদের ছবি...! আবারো বুকের মাঝে সেই চিৎকার... 'আমি পেয়েছি... আমি পেয়েছি...'