02-11-2022, 07:48 PM
(02-11-2022, 07:16 PM)Baban Wrote: প্রথমেই জানাই অনেক ধন্যবাদ। ♥️
আপনার পছন্দ হয়েছে জেনে সত্যিই ভালো লাগলো।
বাবারে শুরুতে যে কটা লাইন লিখেছেন দাদা তাতে মনে হলো এই বুঝি আমিও একটা ভুতের গল্প পড়তে চলেছি। দারুন বর্ণনা দিয়েছেন clp);
আমি ভালো করেই জানি এটা আমার সেরা ভুতের বা বলা উচিত ভয়ের গল্প একদমইই নয়। আর সেই ভেবেই এটা লেখা। জাস্ট একটা অদ্ভুত ক্রিপি ব্যাপার ফুটিয়ে তুলতে চেয়েছি। আমার আসল ভয় পাবার গল্প ওই ভয়!
ওটাতে ভয়ের মাল মসলা দিয়েছিলাম। লিখতে লিখতে বিশেষ করে ওই বিড়ালের জায়গাটা আমাকেও ভয় পাইয়েছে। আপনি পড়লে বুঝতে পারবেন।
হ্যা তা বলতে পারেন। আমি ভুতের গল্প নিয়ে মাথা ঘামাতে ভালোবাসি। কিন্তু লেখা আর হয়নি সেইভাবে। তাইতো মনের ইচ্ছা কিছু কামুক গল্পের মাধ্যমে আর কিছু এই নন ইরোটিক দিয়ে মিটিয়েছি।
অবশ্যই। শীতে ভুতের গল্প ভালোই জমবে।ভয় অবশ্যই পড়বো।
তবে বাবান দার হরর উপন্যাস এখানেই থেমে থাকবে না আশা করি।
https://www.facebook.com/groups/1401810456563557
সময় পেলে এখানেও কিছু লিখুন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)