02-11-2022, 07:02 PM
গল্পটা আমি পড়েছিলাম কালী পুজোর দিন ঠাকুর দেখে ঘরে ফেরার পর। ঘরে ফিরতে একটু দেরিই হয়ে গিয়েছিলো। প্রায় সাড়ে দশটা নাগাদ। খেয়ে শুতে প্রায় আরও এক ঘণ্টা। বিছানায় আধা শোয়া অবস্থায় ল্যাপটপ কোলে নিয়ে গসিপে ঢুকে ছিলাম। যদিও এই গল্প তার আগেই প্রকাশিত হয়ে গিয়েছিলো সেহেতু শুধু পড়ে আনন্দ নেবার অপেক্ষায় ছিলাম।
বাইরে ঘোর অন্ধকার। পাড়ার সমস্ত বাড়ি থেকে নিস্তব্দ আলোর বাতি গুলো জ্বলছে আর নিভছে। খুদে ছেলেরা কখন বাজি পুড়িয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে।
আমাদের পাড়ার শ্মশান কালীর নিশি পুজো সবে আরম্ভ হয়েছিলো বোধয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণ মাইক দিয়ে বাতাসে ভেসে আসছিলো আমার কানে।
তারপরেই ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলাম। বাবান দার ভুতের গল্প "সেই রাত্রি" ।
আমি মন্থর পড়ুয়া। খুব স্লো পড়ি। এক একটা শব্দ অনুভব করার চেষ্টা করে।
গল্পে যখন শুরু হল কই রে তোর মামার সাথে যেটা হয়েছিলো বল!!
তারপর থেকে চোখ সরায়নি। আবহে জমে গিয়েছিলো গল্পটা। মনে হচ্ছে যেন মীরের কণ্ঠে সানডে সাসপেন্স শুনছি। টানটান উত্তেজনা। সেই উত্তেজনা যতোই গল্প এগিয়ে যাচ্ছে ততই বেড়ে চলেছে। এবং শেষ অবধি টিকে রয়েছে। আর ভয়? ভয়ের ক্ষেত্রে বলবো উতেজনা মিশ্রিত ভয়।
লেখকের কথা মনে করছিলাম বার বার। তারও কি লেখার সময় এই রকম উত্তেজনায় হচ্ছিলো। নাকি আরও বেশি? তাকে কি কলম থামিয়ে বার বার উঠে যেতে হচ্ছিলো। বেসিনে মুখ ধুতে যেতে হচ্ছিলো।
আপনাকে সেলাম বাবান দা। এতো দ্রুতর মধ্যেও এতো সুন্দর একটা ভয়ের গল্প উপহার দেয়ার জন্য। বোঝায় যায় আপনার মাথায় বোধয় সময় ভুতুড়ে কোন গল্প সব সময় চলতে থাকে।
বাইরে ঘোর অন্ধকার। পাড়ার সমস্ত বাড়ি থেকে নিস্তব্দ আলোর বাতি গুলো জ্বলছে আর নিভছে। খুদে ছেলেরা কখন বাজি পুড়িয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে।
আমাদের পাড়ার শ্মশান কালীর নিশি পুজো সবে আরম্ভ হয়েছিলো বোধয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণ মাইক দিয়ে বাতাসে ভেসে আসছিলো আমার কানে।
তারপরেই ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলাম। বাবান দার ভুতের গল্প "সেই রাত্রি" ।
আমি মন্থর পড়ুয়া। খুব স্লো পড়ি। এক একটা শব্দ অনুভব করার চেষ্টা করে।
গল্পে যখন শুরু হল কই রে তোর মামার সাথে যেটা হয়েছিলো বল!!
তারপর থেকে চোখ সরায়নি। আবহে জমে গিয়েছিলো গল্পটা। মনে হচ্ছে যেন মীরের কণ্ঠে সানডে সাসপেন্স শুনছি। টানটান উত্তেজনা। সেই উত্তেজনা যতোই গল্প এগিয়ে যাচ্ছে ততই বেড়ে চলেছে। এবং শেষ অবধি টিকে রয়েছে। আর ভয়? ভয়ের ক্ষেত্রে বলবো উতেজনা মিশ্রিত ভয়।
লেখকের কথা মনে করছিলাম বার বার। তারও কি লেখার সময় এই রকম উত্তেজনায় হচ্ছিলো। নাকি আরও বেশি? তাকে কি কলম থামিয়ে বার বার উঠে যেতে হচ্ছিলো। বেসিনে মুখ ধুতে যেতে হচ্ছিলো।
আপনাকে সেলাম বাবান দা। এতো দ্রুতর মধ্যেও এতো সুন্দর একটা ভয়ের গল্প উপহার দেয়ার জন্য। বোঝায় যায় আপনার মাথায় বোধয় সময় ভুতুড়ে কোন গল্প সব সময় চলতে থাকে।