02-11-2022, 04:46 PM
(01-11-2022, 10:43 PM)ray.rowdy Wrote:মহাশয়ের কোথা হইতে আগমন হইয়াছে ? সময়ান্তরের পথিক নাকি ?
আমি আবার এখনকার Bengali. তাই কষ্টে-সৃষ্টে, মাথা চুলকে, চুল ছিঁড়ে এতোটুকু বাংলাই জোগার করতে পেরেছি. আশা করি, লেখা আসতে থাকবে. 'সময়ান্তরে' হারিয়ে যাবেন না.
লেখক কে! যাহার ত্রিকাল নাই সেই লেখক। সুতরাং লেখক মাত্রেই তো অনন্ত সময়ের যাত্রী। তাহার কলম চলমান ঘটনা হইতে অতীতের কবর খুঁড়িয়া ভবিষ্যৎ সংরক্ষণ করে। সময় হইতে সময়ে সে ধাবিত হয়।
হারাইবার কথা কহিলেন, কহা মুশকিল, তেল ফুরাইলে যেরূপ লম্ফের আলো শেষ হইয়া যায় কালি ফুরাইলে সেইরূপ লেখনী তো স্তব্ধ হইবেই। তবে সব কিছু ঠিকঠাক থাকিলে 'রবিবার।শনিবার' দেখা হইতে থাকিবে।